![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/12/6-seater-bike-380x214.jpg)
আজমগড়: ভারতীয়রা তাদের সৃজনশীল উদ্ভাবনের জন্য সারা বিশ্বে সমাদৃত। এবার সেরকমই এক নতুন উদ্ভাবনের গল্প সামনে এল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারপারসন আনন্দ মাহিন্দ্রার সৌজন্যে। আনন্দ মাহিন্দ্রা ছবিটি টুইট করে আসাদ আবদুল্লাহকে উৎসাহিত করেছেন
আইআইটি-প্রশিক্ষিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আসাদ আবদুল্লাহ ইউপির আজমগড় জেলার লোহরা ফখরুদ্দিনপুর গ্রামের বাসিন্দা। আবর্জনা থেকে, তিনি মাত্র ১২০০০ টাকায় একটি ছয় আসনের বাইক তৈরি করেছেন। ইলেকট্রিক বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটার।এটি মাত্র ১০ টাকা চার্জে ৬ জন যাত্রীকে নিয়ে ১৬০ কিলোমিটারের চলতে পারে।আবদুল্লাহর মতে, এই অভিনব আবিষ্কারের রেজিস্ট্রেশন এবং পেটেন্টের প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টাও করা হচ্ছে।
आजमगढ़: असद अब्दुल्ला ने किया अनोखा आविष्कार. 12 हजार रुपये में बना डाला 6 सीटर बाइक, महज ₹10 में तय करेगी 160 किलोमीटर की दूरी.
महिंद्रा एंड महिंद्रा के चेयरपर्सन आनंद महिंद्रा ने फोटो ट्वीट कर असद अब्दुल्ला की बढ़ाई हौसला. pic.twitter.com/T2AT4t7HPW
— Priya singh (@priyarajputlive) December 6, 2022