গুয়াহাটি: বুধবার সন্ধ্যায় অসমের (Assam) রাজধানী গুয়াহাটির (Guwahati) উপকণ্ঠে জোরাবত ( Jorabat) এলাকায় খোঁজ মিলল নকল সোনা (fake gold smuggling gang) ও জাল টাকা তৈরির চক্রের (Fake Indian Currency Notes)। বামাল সমেত তিনজনকে গ্রেফতারও করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Assam police STF)। আরও পড়ুন: Ram Mandir Commemoration: ২২ জানুয়ারি অযোধ্যায় নিষিদ্ধ হোক মদ ও আমিষ! ভিডিয়োতে শুনুন আরও কী বললেন বিজেপি বিধায়ক রাম কদম
এপ্রসঙ্গে এসটিএফ-এর ডিআইজি (DIG (STF)) পার্থসারথি মহন্ত (Partha Sarathi Mahanta) বলেন, "অপারেশন চলাকালীন এসটিএফের তদন্তকারীরা একটা চার চাকার গাড়ি, প্রায় ১.৬২৭ কেজি ওজনের একটি নৌকা আকৃতির নকল সোনা, ৫০০ টাকা মূল্যের ১৫০টি ভারতীয় নকল নোট মানে মোট ৭৫ হাজার-সহ তিনজনকে আটক করেছে। পাওয়া গেছে ২টি মোবাইল ফোনের নম্বরও।" আরও পড়ুন: Refusing Intercourse To Husband: স্ত্রী সহবাসে রাজি না হওয়ায় স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদনে সাড়া আদালতের
Assam | The Special Task Force (STF) of Assam police on Wednesday evening busted a fake gold smuggling gang and apprehended three persons of the gang with fake gold and Fake Indian Currency Notes (FICN) in the Jorabat area, outskirts of Guwahati.
Partha Sarathi Mahanta, DIG… pic.twitter.com/J9q7dLaD0G
— ANI (@ANI) January 3, 2024