নয়াদিল্লিঃ আবগারি দুর্নীতি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন (Delhi Chief Minister Arvind Kejriwal)। ফের স্বাস্থ্য (Health) চর্চায় ফিরেছেন তিনি। তাঁর গ্রেফতারির কিছুদিন পর থেকেই একাধিক ইস্যুতে সরব হয়েছে আপ সরকার (Aam Aadmi Party (AAP) Government)। যার মধ্যে অন্যতম ছিল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য। আপ সরকারের দাবি, জেলে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের পর্যাপ্ত খেয়াল রাখা হচ্ছে না। সুগার বাড়ছে তাঁর। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমছে ওজন। এ বার পাল্টা ব্যাখ্যা দিয়ে আপ সরকারকে চুপ করাল তিহাড় কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হল, কেজরির ওজন কমার সম্ভাব্য কারণ। তিহার কর্তৃপক্ষ জানিয়েছে, ১ এপ্রিল যখন কেজরিওয়ালকে তিহাড়ে আনা হয়েছিল,তখন তাঁর ওজন ছিল ৬৫ কেজি। বর্তমানে তাঁর ওজন ৬১ কেজি। কম ক্যালোরি গ্রহণের জন্যই ওজন কমেছে বলে জেল কর্তৃপক্ষের দাবি। তিহাড়ে নিয়মিত আপ নেতার স্বাস্থ্য পরীক্ষা হয়। এইমস হাসপাতালের চিকিৎসকদের একটি বিশেষ দল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে রয়েছে,বলেও জানিয়েছে তিহাড় কর্তৃপক্ষ। এখানেই শেষ নয় তিহার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "বাড়ি থেকেই ওনার খাবার আসে। তবে বেশিরভাগ সময়ই দেখা যায় তা না খেয়ে উনি রেখে দেন। ইচ্ছে করেই খান না। আগে সুগার বাড়ানোর জন্য বেশি করেই এসব খাবার খেতেন। এখন খান না বলেই ২ কেজি ওজন কমতে পারে।"
Arvind Kejriwal Health Update: Delhi CM Lost 2 Kg in Prison, Being Monitored by AIIMS Medical Board, Say Tihar Jail Sourceshttps://t.co/GVfDrIQuDm#ArvindKejriwal #DelhiCM #TiharJail #AIIMSMedicalBoard
— LatestLY (@latestly) July 15, 2024