Writwik Mukherjee (Photo Credit: FB)

কলকাতা, ১৭ জুলাই: সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya Viral Video) পর ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee Viral Video)। টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতার ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঋত্বিক মুখোপাধ্যায়ের ( Writwik Mukherjee) ভাইরাল ভিডিয়ো নিয়ে যে খবর ছড়ায়, সেখানে অভিনেতাকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছে বলে খবর মেলে। ঋত্বিকের নগ্ন ভিডিয়ো যখন সোশ্যাল মিডিয়ায় রমরম করে চলছে, সেই সময় অভিনেতা নিজে এ বিষয়ে কিছুই জানতেন না। বন্ধুদের মুখে খবর শুনে বিষয়টি আন্দাজ করেন এবং সময় নষ্ট না করেই তিনি পুলিশের দ্বারস্থ হন।

নগ্ন ভিডিয়ো ভাইরাল হওয়ার খবর পেয়ে কী করেন ঋত্বিক মুখোপাধ্যায়?

ঋত্বিক মুখোপাধ্যায় সাইবার সেলের দ্বারস্থ হন। সাইবার সেলের তরফে ঋত্বিক মুখোপাধ্যায়ের ভিডিয়ো খতিয়ে দেখা হচ্ছে। তবে ভিডিয়োটি যে একেবারে ভুয়ো, তা সাইবার সেলের তরফে তরফে তাঁকে জানানো হয়েছে। ফলে কে বা কারা ওই ভিডিয়োটি ছড়াল, তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। তবে অভিনেতা সরাসরি সাইবার সেলের দ্বারস্থ হওয়ায়, সংশ্লিষ্ট ঘটনার জল যে মাথার উপর দিয়ে গড়াবে না, তা কার্যত অনেকেই বলছেন।

দেখুন ঋত্বিক মুখোপাধ্যাের ভাইরাল ভিডিয়ো লিখলেই এক নিমেষে কী কী বেরিয়ে আসতে শুরু করেছে...

অর্থাৎ সাহেব ভট্টাচার্যের মত ঋত্বিক মুখোপাধ্যায়ের ভাইরাল ভিডিয়ো নিয়েও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।

ঋত্বিক মুখোপাধ্যায়ের অনুরাগীরা কী বলছেন?

এদিকে ঋত্বিক মুখোপাধ্যায়ের অনুরাগীরা অভিনেতার সমর্থনে একের পর এক পোস্ট শুরু করেছেন। তাঁদের প্রিয় অভিনেতা যে এই ধরনের কোনও কাজ করতে পারেন না, সে বিষয়ে মন্তব্য করছেন অনেকেই।