নয়াদিল্লি : প্রায় উন্মুক্ত বক্ষ, হাতে ওয়াইনের গ্লাস। নতুন ভিডিওতে আগুন ছড়ালেন 'গন্দি বাত' খ্যাত অভিনেত্রী আভা পাল। সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত মুখ আভা পাল (Aabha Paul)। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে তাঁকে প্রায় উন্মুক্ত বক্ষে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পোস দিতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর এই উষ্ণ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। আরও পড়ুন: Shweta Tiwari: বিকিনি বাদ, সুতির শাড়িতে সুইমিং পুলে শরীর ভেজালেন শ্বেতা তিওয়ারি, কুপোকাত ভক্তকুল
দেখুন ভিডিও
View this post on Instagram