মঞ্জুলা শ্রুতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ পরকীয়া (Extra Marital Affair) সন্দেহে স্ত্রীকে (Wife) ছুরির (Knife) কোপ স্বামীর (Husband) আক্রমণের জেরে হাসপাতালে (Hospital)মৃত্যুর সঙ্গে লড়াই কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা শ্রুতির। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে জানা গিয়েছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে স্ত্রী, এই সন্দেহ দীর্ঘদিন তাঁর উপর অত্যাচার চালাত স্বামী চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ এরপর দেওয়ালে মাথা ঠুকে ছুরি দিয়ে পাঁজর, উরু এবং ঘাড়ে আঘাত করে স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অভিনেত্রী

স্বামীর আক্রমণের শিকার অভিনেত্রী, গ্রেফতার অভিযুক্ত

বর্তমানে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন তিনি অন্যদিকে স্বামী অমরেশকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকাএ পর ২০ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রুতি ও অমরেশ। বেঙ্গালুরুর হনুমানথনগরে একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। দম্পতির দুই সন্তানও রয়েছে। সম্পর্কে আচমকা ছন্দপতনের কারণেই এই ভয়াবহ ঘটনা বলে অনুমান।

পরকীয়া সন্দেহে ছুরির কোপ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী, গ্রেফতার স্বামী