রিয়া সেন(Photo credit: Instagram)

টলি নায়কের(Tollywood Actor) চুমুতে পাগল অভিনেত্রী রিয়া সেন(Riya Sen)। হইচই-য়ে আসছে যৌনতায় ভরপুর ওয়েব সিরিজ মিস ম্যাচ-২(Miss match 2)সেখানেই দেখা যাবে নায়িকা রিয়াকে। মহেন্দ্র সোনির অফার পেয়ে বিয়ের পর এই প্রথম টলিউডে অভিনয় করছেন তিনি। আর মাঠে নেমেই ‘সেন’- সেশন তৈরি করে ফেলেছেন তিনি। অভিনেতা মৈনাকের(Mainak) চুমুতে বিভোর রিয়া জানিয়েছেন এই ওয়েব সিরিজ দেখার পরে তাঁর সহ-অভিনেতার প্রেমিকার অভাব ঘটবে না।

এখানে রিয়ার স্বামী নয় বয়ফ্রেন্ড হিসেবেই মৈনাকের আগমন। উদ্দাম সেক্স, মাখোমাখো বেডসিন নিয়ে হইচইয়ের প্ল্যাটফর্মকে জমিয়ে দিয়েছে মিসম্যাচ-২। আর চুমুর অভিজ্ঞতায় একজন যখন মনের আগল খুলে নিজেকে মেলে ধরলেন অন্যজন তখন আমতা আমতা করছেন। মৈনাক রিয়ার বিপরীতে অভিনয় করে বেশ লজ্জাই পেয়েছেন বলতে হবে। রিয়া সেনকে চুমু খাচ্ছেন এটা মাথা থেকে বের করতে পারছিলেন না। অন্যদিকে রিয়ার দাবি, টলি ইন্ডাস্ট্রির ইমরান হাসমি(Emraan Hashmi) হলেন মৈনাক। এবার সব মেয়েই মৈনাকের চুমুর বাঁধনে পড়তে চাইবে। শ্যুটিংয়ের সময় মৈনাকের ঠোঁটে একটা পিম্পল হয়, আর এই পিম্পলই হল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এতেই মৈনাকের সেক্স অ্যাপিল বেড়েছে। চুম্বনের(Kissing scene) সময় বার বার রিয়ার ঠোঁট পিম্পলে আটকে যাচ্ছিল। তাতে আবেগের ঘনত্ব বেড়েছে বই কমেনি।

বিয়ের পর প্রথম টলি পাড়ায় পা দিয়ে খুশি রিয়া। সামনেই জামাই ষষ্ঠী, তার আগে বরের কাছে নিজের অভিনয় নিয়ে আলোচনা করতে কোনওরকম দ্বন্দ্বে ভোগেননি অভিনেত্রী। মৈনাকের চুমু ও ঠোঁটের পিম্পল সবই ছিল আলোচ্য। তবে নতুন জামাই কিন্তু রাজনীতিবিদ শাশুড়িকে নিয়ে বেশ চিন্তায় আছেন। এই গরমে নির্বাচনের কাজে ব্যস্ত শাশুড়ি আদৌ কি ষষ্ঠীতে জামাই বরণ করতে পারবেন, তানিয়ে বেশ চিন্তিত দুইপক্ষ। সকলেই সময় চাইছেন, হয়তো ভটপর্ব চুকলেই জামাইষষ্ঠীর পার্টির আয়োজন হবে, আপাতত সেসব অনুষ্ঠান তোলাই থাক।