Nusrat Jahan, Yash Dasgupta (Photo Credit: Instagram)

কলকাতা, ৭ জুলাই:  ফের প্রকাশ্যে নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্তের (Yash Dasgupta)  বিশেষ ভিডিয়ো। যেখানে দুজনকে একান্তে সময় কাটাতে দেখা যায়। ইন্দোনেশিয়ায় গিয়ে নুসরত এবং যশ কীভাবে তাঁদের একান্ত সময় কাটান, সেই ছবিই উঠে এসেছে নায়িকার নয়া ভিডিয়োতে। ইন্দোনেশিয়ার রিসর্টে গিয়ে থাকার সময় নুসরত জাহান এবং যশ দাশগুপ্তে সিভেট ক্যাটের মল থেকে নিসৃত বিনস থেকে কীভাবে কফি তৈরি করে খেয়েছেন, সেই মুহূর্ত তুলে ধরা হয়।

সিভেট ক্যাট অর্থাৎ বিশেষ এই বন বিড়ালের মল থেকে উৎপন্ন কফি থেকে যে স্বাদ পাওয়া যায়, তা উপভোগ করতে দেখা যায় টলিউডের এই তারকা জুটিকে। সবকিছু মিলিয়ে নুসরত এবং যশের ইন্দোনেশিয়ায় কাটানো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা মন কেড়ে নেয় নেটিজেনদের।

আরও পড়ুন:  Boris Johnson: ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে আজই ইস্তফা দিচ্ছেন বরিস জনসন

 

View this post on Instagram

 

তবে ওই ভিডিয়োতে নুসরত, যশের প্রশংসা তাঁদের অনুরাগীদের মন্তব্যে উঠে আসে। কেউ কেউ নুসরত, যশের ভিডিয়ো দেখে কটাক্ষও শুরু করেন। তবে প্রত্যেকবারের মত সেসব গায়ে মাখেননি তারকা জুটি।