Durnibar Saha , Meenakshi Mukhopadhyay (Photo Credit: Facebook)

কলকাতা, ১০ জুন:  এবার বিয়ে ভাঙছে দুর্নিবার সাহা (Durnibar Saha ) এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের। টলিউডে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। সূত্রের খবর, দুর্নিবার সাহা নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই কারণেই মীনাক্ষীর (Meenakshi Mukhopadhyay) সঙ্গে দুর্নিবারের অশান্তি চরমে ওঠে। এমনকী, অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে মীনাক্ষী মুখোপাধ্যায় আর দুর্নিবার সাহার সঙ্গে থাকছেন না। মিলছে এমন খবরও।

যদিও দুর্নিবার সাহা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। মুখে কুলুপ এঁটেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ও। প্রসঙ্গত ২০২১ সালে ধুমধাম করে বিয়ে সারেন দুর্নিবার-মীনাক্ষী। বছর ঘুরতে না ঘুরতেই এবার তাঁদের সংসারে অশান্তির খবরে গুঞ্জন ছড়িয়েছে টলিউডে।

আরও পড়ুন:  Sonu Sood: জন্ম ৪ হাত, পা নিয়ে, বিহারের ছোট্ট শিশুকে নতুন জীবন দান করলেন 'গরিবের মসিহা' সোনু সুদ

তবে দুর্নিবার সাহা কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এ বিষয়ে মেলেনি কোনও খবর। দুর্নিবার সাহা নিজেও কোনও মন্তব্য করেননি প্রকাশ্যে।