Sushmita Sen, Rohman Shawl (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ জুলাই: সুস্মিতা সেনকে (Sushmita Sen) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রোহমান শল (Rohman Shawl)?  সুস্মিতার প্রাক্তন  প্রেমিক রোহমান বলেন, তাঁর প্রাক্তন প্রেমিকার ২২ ক্যারেটের হিরে পছন্দ। তবে ২২ ক্যারেটের হিরে কেনার সামর্থ তাঁর নেই। ফলে তিনি সুস্মিতাকে ২২ ক্যারেটের হিরে উপহার হিসেবে দিতে পারেননি। যেদিন তাঁর ক্ষমতা হবে, তিনি নিশ্চয়ই কিনবেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন সুস্মিতা সেনের প্রাক্তন প্রেমিক রোহমান শল। সেখানে হাজির হয়েই সুস্মিতাকে ২২ ক্যারেটের হিরে কিনে দিতে পারেননি বলে মন্তব্য করেন রোহমান। হাসি মুখেই সেই কথা জানান প্রাক্তন বিশ্ব সুন্দরীর এক সময়ের প্রেমিক।

রোহমানের ওই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। দেওয়া, নেওয়ার খামতির উপর দাঁড়িয়েই সুস্মিতা সেনের সঙ্গে রোহমান শলের সম্পর্কে ভেঙে যায়। এমন প্রশ্ন উঠতে শুরু করে জোর কদমে। তবে রোহমান শল যেমন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি, তেমনি সুস্মিতাকেও মুখ খুলতে দেখা যায়নি।

শুনুন কী বললেন রোহমান শল...

 

 

View this post on Instagram

 

সুস্মিতা সেন, রোহমান শলের সম্পর্ক এবং বিচ্ছেদ 

বেশ কয়েক বছর রোহমান শলের সঙ্গে ডেট করেন সুস্মিতা সেন। সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে যায় বলে জানা যায়। সম্পর্ক ভাঙলেও রোহমান, সুস্মিতাকে প্রায়শই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখা যেত। তবে বন্ধু হিসেবেই রোহমান শল এবং সুস্মিতা সেন একে অপরের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেন বলে জানা যায়।

সুস্মিতা সেন এবং ললিত মোদীর সম্পর্ক 

রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতা সেন ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে আসে। তবে গুঞ্জন ছড়ানোর পরপরই তা থেমে যায়। পরে এ বিষয়ে সুস্মিতা সেনকে কোনও ধরনের মন্তব্যও করতে শোনা যায়নি।