khushi Mukherjee (Photo Credit: FB)

মুম্বই, ২৪ জুলাই: ফের আলোচনার শীর্ষে খুশি মুখোপাধ্যায় (Khushi Mukherjee)। এবার বলিউডের মডেল অভিনেত্রী ক্যামেরার সামনে এলেন প্রায় অর্ধনগ্ন হয়ে। খুশি মুখোপাধ্য়ায় যে পোশাক পরেন, তা দেখে পাপারাৎজ়িও খানিক অবাক হয়ে যান। তা সত্ত্বেও খুশির সঙ্গে তাঁদের প্রশ্ন উত্তরের পালা অব্যাহত থাকে। খুশি জানান, তাঁর শো 'দ্য সোসোাইটি' আসছে। আর সেখানে তিনি ধামাকা করবেন। ওজি কুইন হয়ে ধরা দেবেন দর্শকের সামনে। তবে খুশি মুখোপাধ্য়ায়ের (Sexy Khushi Mukherjee)  ভ্রুতে কী হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেন পাপারাৎজ়ি। যার উত্তরে খুশি জানান, দ্য় সোসাইটি নামে তাঁর যে শো আসছে, তার জন্যই তিনি এই অবতারে হাজির হয়েছেন। তবে খুশি যেভাবেই হাজির হন না  কেন, তাঁকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ বার বার ঝলসে উঠতে শুরু করে।

সম্প্রতি খুশি মুখোপাধ্যায়ের পোশাক দেখে জোর সমালোচনা শুরু হয়ে যায়। যা সামলাতে পারেন না, খুশি কেন সেই সমস্ত পোশাক পরেন। এমন প্রশ্ন বিভিন্ন মহলে ওঠে। যা নিয়ে বিভ্রান্ত হয়ে এক সময় মুখ খুলতে শোনা যায় খুশিকে।

আরও পড়ুন: Monalisa's Hot Look in Bikini and Skirt: হট লুকে ঝলমল মোনালিসা, ঝুমা বৌদির নতুন রূপে কাঁপছে সোশ্যাল মিডিয়া

দেখুন খুশি মুখোপাধ্যায় কোন ধরনের পোশাক পরলেন...

মডেল অভিনেত্রী বলেন, তিনি ব্রাক্ষ্মণ ঘরের সন্তান। তাই ছোটবেলা থেকে নানা সংস্কারের মধ্যে দিয়ে বড় হয়েছেন। হনুমান চালিশাও পড়তে জানেন তিনি।এরপর ক্যামেরার সামনে বসেই হনুমান চালিশা পড়তে শোনা যায় খুশি মুখোপাধ্যায়কে। সেই খুশি মুখোপাধ্য়ায় এবার হাজির হলেন ফের প্রায় অর্ধনগ্ন পোশাক পরে।

স্তন প্রায় অনাবৃত, পিঠ থেকে পেট সব খোলা, খুশি মুখোপাধ্যায়ের 'সেক্সি' ভিডিয়ো ভাইরাল