Shabana Azmi Pens Heartwarming Note for Alia Bhatt (Photo Credit Instagram)

নয়াদিল্লি: শাবানা আজমির আরআরকেপিকে সহ-অভিনেত্রী আলিয়া ভাটকে একরাশ ভালোবাসা জানিয়েছেন। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)-তে অনবদ্য অভিনয়ের জন্য আলিয়া গত সপ্তাহে তাঁর জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। এরপরই সাবানা আজমি (Shabana Azmi) সোশ্যাল মিডিয়াতে তাঁর ও আলিয়ার একটি আদুরে ছবি পোস্ট করেন, সঙ্গে আলিয়ার (Alia Bhatt) প্রতি ভালোবাসা জানিয়ে মিষ্টি একটি নোট লিখেছেন। আরও পড়ুন : Suhana Khan: বহু নারীতে আসক্ত পুরুষে ঘৃণা, কী বললেন সুহানা খান

 

View this post on Instagram

 

A post shared by Shabana Azmi (@azmishabana18)