পুণে, ২৭ অক্টোবর: জামতাড়া টু-খ্যাত অভিনেতার মর্মান্তিক মৃত্যু। জামতাড়া টু-এর মত জনপ্রিয় সিরিজ়ে অভিনেতী সচিন চান্দওয়াড়ের (Sachin Chandwade Dies) মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। সচিন চান্দওয়াড়ের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ২৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু কাঁপিয়ে দিয়েছে হিন্দি এবং মারাঠি সিনেমা জগৎকে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সচিন চান্দওয়াড়ে আত্মহত্যা করেছেন। পুণের (Pune) জলগাঁওয়ের পারোলার ফ্ল্যাট থেকে সচিনের মৃতদেহ উদ্ধার করা হয়। সচিনের পরিবারের সদস্যরাই প্রথমে তাঁকে ফ্ল্যাটের ভিতরে ঝুলন্ত (Suicie) অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা সচিনকে হাসপাতালে নিয়ে যান। তবে বেসরকারি হাসপাতালে সচিনকে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ফলে তাঁকে ধুলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। তবে তাতে শেষরক্ষা হয়নি। মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যু হয় সচিন চান্দওয়াড়ের।
সচিন যে শুধু অভিনেতা ছিলেন, তা নয়। তিনি একজন তথ্য প্রযুক্তি কর্মী হিসেবেও পরিচিত। পুণের আইটি পার্কে কর্মরত ছিলেন সচিন। নেশার বশে অভিনয় করতেন তিনি। কী কারণ সচিন আত্মহত্যা করলেন, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। এখনও পর্যন্ত সচিনের মৃত্যুর কারণ কিছু জানা যায়নি।
জামতাড়া টু-এ অভিনয় করেন সচিন...
View this post on Instagram
জামতাড়া টু এবং সচিন চান্দওয়াড়ে
২০২০ সালে মুক্তি পায় জামতাড়া টু। জামতাড়ার সিক্যুয়েল হিসেবে আসে এই জামতাড়া টু। এই জামাতাড়া টু-এর মত জনপ্রিয় সিজ়নে অভিনয় করেন এই সচিন চান্দওয়াড়ে।
সতীশ শাহের মৃত্যু
সবে সবে সবাইকে কাঁদিয়ে প্রয়াত হয়েছে বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। সারাভাই ভার্সেস সারাভাই-খ্যাত অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সেই রেশ কাটতে না কাটতে এবার সচিন চান্দওয়াড়ের মৃত্য়ুর খবর এল।