ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৭ এপ্রিল : কোভিড (COVID 19) পরিস্থিতিতে রক্ষা করুন সবাইকে। এই দুর্দশা থেকে মানুষকে রক্ষা করুন। এই পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করতে বজরংবলিই ভরসা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই ছবি দিয়ে প্রার্থনা করতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)।

রিয়া নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেএকটি ছবি শেয়ার করেন। যেখানে বজরংবলির শরণাপন্ন হতে দেখা যায় অভিনেত্রীকে। বজরংবলি যাতে এই দুর্দশায় সবাইকে উদ্ধার করেন, ভাল রাখেন, সেই প্রার্থনা করেন সুশান্ত সিং রাজপুতের (Sushnat Singh Rajput) বান্ধবী।

আরও পড়ুন : Doctor & Nurse's Ugly Fight : কষিয়ে থাপ্পড়, হাসপাতালে চিকিৎসক, নার্সের মারধরের ভিডিয়ো ভাইরাল

দেখুন...

 

 

View this post on Instagram

 

করোনা (Corona) পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে গোটা মহারাষ্ট্র (Maharashtra) জুড়ে। যার মধ্যে মুম্বই (Mumbai) অন্যতম। মুম্বইতে যখন একের পর এক মানুষ অসুস্থ হতে শুরু করেন, সেই সময় মানুষকে রক্ষা করতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সাবধানে থাকতে হবে বলেও প্রার্থনা করেন রিয়া চক্রবর্তী।