জম্মু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) আজ জম্মুতে Jammu একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে পৌঁছে গিয়েছেন। রেল ও সড়কের পরিকাঠামো উন্নয়নের শিলান্যাস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানেরও উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধান মন্ত্রী ‘আর্টিকেল ৩৭০’ (Article 370)-এর কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি যে এই সপ্তাহে আর্টিকেল ৩৭০-এর উপর একটি ছবি মুক্তি পেতে চলেছে... এটি ভালো বিষয়, কারণ এটি মানুষকে সঠিক তথ্য পেতে সহায়তা করবে।'
আরও পড়ুন: Don 3: ডন থ্রি-র জুটিতে ফারহানের চমক, রণবীরের সঙ্গে কিয়ারার যুগলবন্দী
দেখুন
#WATCH | Jammu: Prime Minister Narendra Modi says, "I have heard that a film on Article 370 is going to be released this week... It is a good thing as it will help people in getting correct information." pic.twitter.com/FBe8yOFnPJ
— ANI (@ANI) February 20, 2024
'আর্টিকেল ৩৭০' ছবিটি কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সুহাস জাম্ভলে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ইয়ামি গৌতমকে। ‘আর্টিকেল ৩৭০’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি ।