নয়াদিল্লি: জ্যাকলিন ফার্নান্দেজ সম্প্রতি কিছু মন্ত্রমুগ্ধকর ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে তাঁকে খুব আকর্ষণীয় এবং হট দেখাচ্ছে। তিনি একটি টপ এবং লাল রঙের ট্রাউজার্স পরে চুলে বেণী করে এক অনবদ্য লুকে নিজেকে উপস্থাপন করেছেন। ছবিতে বিনুনি করা চুলে জ্যাকলিননের (Jacqueline Fernandez) লুককে এক অনন্যতা দিয়েছে। তাঁর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
আরও পড়ুন : বৃদ্ধকে হ্যানিট্রাপে ফেলে ব্ল্যাকমেলিং ও তোলাবাজির অভিযোগ, পুরুষবন্ধু সমেত ধৃত অভিনেত্রী
দেখুন টুইট
🥊🥊🥊 pic.twitter.com/Pm6kyhFg5o
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) July 27, 2023