মুম্বই, ১৫ সেপ্টেম্বর: তিনি যে বলিউডের (Bollywood) একেবারে 'হট গার্ল' (Hot Girl), তা সর্বজনবিদিত। তাইতো পুনম পান্ডে (Poonam Pandey) মানেই 'নাশা' কিংবা বএকাধিক বিতর্ক উসকে ওঠা। এবার সেই পুনম পান্ডের একটি উষ্ণ ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। যেখানে পুনম পান্ডেকে দেখা যায়, ভক্তদের মন কাড়তে। স্বল্প পোশাকে পুনমের একাধিক পোজ় সামনে আসে। যেখানে পুনমকে (Poonam Pandey Hot Video) ক্যামেরার সামনে উষ্ণ ফটোশ্যুট করতে দেখা যায়।
পুনম পান্ডের (Poonam Pandey Sexy Video) শরীরের কালো এবং সোনালি রঙের পোশোক যেন ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার সামনে। ফলে অভিনেত্রী, মডেলের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে।
আরও পড়ুন: Taniya Chatterjee Sexy Video: হট লুকে সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড় তুললেন তানিয়া, দেখুন ভাইরাল ভিডিও
দেখুন পুনম পান্ডের সেই হট ভিডিয়োর ঝলক...
View this post on Instagram
রবিবার যখন ভারত, পাকিস্তান ম্যাচ শুরু হয় এশিয়া কাপে, তার আগে থেকে পুনম পান্ডের ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। যেখানে দেখা যায়, মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে পুনম পান্ডে। আর সেখাবে রয়েছে অভিনেত্রীর হাতে একটি বোর্ড।
পুনম পান্ডের হাতে থাকা যে বোর্ডে লেখা, ভারত জিতবে, পাকিস্তান হারবে। এশিয়া কাপ নিয়ে পুনম পান্ডের ওই ভবিষ্যতবাণী দেখে মানুষ যেমন খুশি হয়ে যায়, তেমনি তাঁর ভিডিয়োও ভাইরাল হয়ে যায় হু হু করে।
দেখুন ভারত বনাম পাকিস্তানের ম্যাচের আগে পুনম পান্ডের ভিডিয়োর ঝলক...
View this post on Instagram
প্রসঙ্গত এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের প্রথম ম্যাচে সূর্য কুমার যাদবদের হাতে বধ হয় সলমন আগারা। ম্যাচের আগে থেকে শেষ পর্যন্ত, আগুনে ফুটতে শুরু করে গোটা দেশ। তার সঙ্গে যুক্ত হয়, পাকিস্তানি দলের সঙ্গে সূর্যকুমার যাদব-সহ গোটা টিম ইন্ডিয়া হাত না মেলানোর দৃশ্য। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক জোরদার।