Khushboo Patani, Disha Patani (Photo Credit: Instagram)

দিল্লি, ১৫ সেপ্টেম্বর: দিশা পাটানির (Disha Patani) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। উত্তরপ্রদেশের সিভিল লাইনে দিশা পাটানি, খুশবু পাটানিদের যে বাড়ি রয়েছে, সেখানে গুলি চালানো হয়েছে। শুক্রবার ভোরে দিশার উত্তরপ্রদেশের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। দিশার বাবা অবসরপ্রাপ্ত জগদীশ পাটানি জানান, তাঁর বাড়ি লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। ওই ঘটনার পর গ্যাংস্টার গোল্ডি ব্রার এর দায় স্বীকার করে। দিশা পাটানির (Disha Patani's Sister Khushboo Patani) বাড়ি লক্ষ্য করে গোল্ডির গ্যাং গুলি চালিয়েছে বলে স্বীকার করা হয়। যা নিয়ে জোর তরজা শুরু হয়ে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায়।

শুক্রবার গুলি চালানোর ঘটনার পর মুখ খুললেন খুশবু পাটানি। তবে দিশার দিদি খুশবু পাটানি সরাসরি কাউকে কিছু বলেননি। তিনি মানুষকে আত্মরক্ষার পাঠ দেন। বাড়িতে কেউ কখনও হামলা করলে, কীভাবে নিজেকে রক্ষা করতে হবে, সেই শিক্ষা দিতে দেখা যায় খুশবু পাটানিকে।

যে ভিডিয়োতে অভিনেত্রীর দিদিকে একটি ডেটা কেবিল নিতে দেখা যায়। তারপর সেই কেবিলে লোহার ছোট ছোট বল ঢুকিয়ে কীভাবে শত্রুদের মেরে পাট পাট করে দিতে হয়, তা শেখান খুশবু। কারও নাম উল্লখ না করেই খুশবু পাটানি ওই ভিডিয়ো পোস্ট করেন। যেখানে যদি কেউ কোনওভাবে অকাস্মাৎ হামলা চালায়, তাহলে কীভাবে বাঁচতে হবে, সেই শিক্ষা দেন খুশবু পাটানি।

আরও পড়ুন: Shooting outside Disha Patani's House: আতঙ্ক, বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গোলাগুলি, চাঞ্চল্য

দিশা পাটানির দিদির ওই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন, শুক্রবার গুলি চালানোর ঘটনার পর দিশার মেজর দিদি আরও সাবধান হয়ে গিয়েছেন। সেই জন্যই তিনি এই ভিডিয়ো পোস্ট করেন।

বাড়িতে গুলি চলার পর দেখুন খুশবু পাটানির ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি প্রেমানন্দজি মহারাজ এবং অনিরুদ্ধ আচার্য মহারাজকে খুশবু পাটানি অপমান করেছেন বলে অভিযোগ ওঠে। তারপরই দিশা, খুশবুদের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। যা নিয়ে জোরদার তরজা শুরু হলে খুশবু পালটা ভিডিয়ো পোস্ট করে নিজের আত্মরক্ষার বার্তা দেন বলে মনে করছেন অনেকে।

ষদিও এই ঘটনায় দিশা পাটানিকে এখনও পর্যন্ত কোনও ধরনের মন্তব্য করতে শোনা যায়নি।