Diljit Dosanjh (Photo Credit: Instagram)

ভারতে (India) লাইভ শো করার পর পরিকাঠামো নেই। বহু মানুষের রুজি, রুটি এই লাইভ শোগুলির উপর নির্ভর করে। তবুও ভারতে এখনও পর্যন্ত লাইভ শো করার মত পরিকাঠামো তৈরি হয়নি। তাই যতদিন না পর্যন্ত ভারতে লাইভ শো করার মত পরিকাঠামো তৈরি হবে, তিনি ততদিন  বিরত থাকবেন। পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তিনি ভারতে লাইভ শো করবেন না। চন্ডিগড়ে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। পরবর্তী সময়ে তাঁর মঞ্চ ঘিরে যদি দর্শকাসন তৈরি না করা হয়, তাহলে তিনি আর কোনও শো করবেন না। বহু মানুষের রুজিরুটি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকলেও, ভারতে এখনও পর্যন্ত কোনও ভাল পরিকাঠামো তৈরি হয়নি। তাই পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তিনি আর ভারতে কোনও শো করবেন না বলে জানান দিলজিৎ দোসাঞ্জ।

শুনুন কী বললেন দিলজিৎ দোসাঞ্জ...

 

 

View this post on Instagram