অভিনেতা আশিষ কাপুর (ছবিঃX)

সোশ্যাল মিডিয়ায়(Social Media) আলাপ। অনুরাগীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিনেতা আশিষ কাপুর(Actor Ashish Kapoor)। ধর্ষণের অভিযোগে পুণে (Pune) থেকে গ্রেফতার ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’খ্যত অভিনেতা।

অভিযোগ, গত ২ অগস্ট একটি হাউসপার্টি চলাকালীন ওই তরুণীকে ধর্ষণ করেন আশিষ। শুধু আশিষই নন, তাঁর সঙ্গে এই ঘটনায় নাম জড়িয়েছে আরও কিছুজনের। গত ১১ অগস্ট অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই তরুণী। এরপর গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে পুণে থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামে অভিনেতার সঙ্গে পরিচয় হয় নির্যাতিতার। পরবর্তীতে তাঁকে একটি হাউস পার্টিতে আমন্ত্রণ জানান আশিষ। অভিযোগ, সেখানেই শৌচালয়ের মধ্যে তাঁর উপর নির্যাতন চালান আশিষ। গোটা ঘটনা ক্যামেরাবন্দিও করেন তিনি। অভিযোগ, ধর্ষণের সময় অভিযোগকারিনীকে বলপূর্বক আটকে রেখেছিলেন আশিষের বন্ধু ও তাঁর স্ত্রী। এরপর অনেকক্ষ্ণ তাঁদের পার্টিতে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সবাই। পরে শৌচাগার থেকে উদ্ধার করা হয় তাঁদের।

সোশ্যাল মিডিয়ায় পরিচয়, অনুরাগীকে পার্টিতে ডেকে ধর্ষণ, গ্রেফতার অভিনেতা