Shamita Shetty, Aamir Ali (Photo Credit: Instagram)

মুম্বই, ৩১ জানুয়ারি: শমিতা শেট্টি (Shamita Shetty) কি আমির আলির (Aamir Ali) সঙঙ্গে ডেট করছেন? সম্প্রতি এমন গুঞ্জন শুরু হয়ে যায় বলিউড জুড়ে। রাকেশ বাপতের সঙ্গে বিচ্ছেদের পর সমিতা শেট্টি কি টেলি পর্দার জনপ্রিয় অভিনেতা আমির আলির সঙ্গে সম্পর্কে জড়ালেন? শমিতা এবং আমিরকে নিয়ে যখন গুঞ্জন শুরু হয়, সেই সময় মুখ খোলেন শিল্পা শেট্টির বোন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শমিতা লেখেন, কেন একসঙ্গে কাউকে দেখলে, সঙ্গে সঙ্গে তাঁদের বিচার করা হয়। কেন মানুষ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন না, শুধু অন্যদের বিচার করেন বলে মন্তব্য করেন শমিতা।

আরও পড়ুন: Raima Sen Hot Photo: যেন আলো ছড়ালেন, রাইমা সেনে মুগ্ধ আট থেকে আশির হৃদয়, দেখুন

 

View this post on Instagram

 

তবে শমিতা যা-ই বলুন না কেন, সম্প্রতি তাঁকে যখন আমির আলি ক্যামেরার সামনেই চুম্বন করেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। প্রসঙ্গত, সঞ্জিদা শেখের সঙ্গে বেশ কয়েক বছর সংসারের পর বিচ্ছেদ হয়ে যায় আমির আলির। কেন আমির, সঞ্জিদা বিচ্ছেদের পথে হাঁটলেন, তা নিয়ে টেলি দম্পতির কেউ কোনও মন্তব্য করেননি।