মুম্বই, ৪ জুলাইঃ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মতোই পরিণতি হতে চলেছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)! বলিউডের বড় বড় পরিচালক, প্রযোজক এবং অভিনেতারা নিশানা করছেন কার্তিককে। বহিরাগত অভিনেতাকে বি-টাউন থেকে সরানোর জন্যে বড়সড় ষড়যন্ত্র চলছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করলেন গায়ক অমল মল্লিক (Amaal Mallik)। অমলের এই দাবি রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের মতো অবস্থা হবে কার্তিকেরও! উদ্বেগ ছড়িয়েছে অভিনেতার ভক্তমহল।
সুশান্তের মতোই করুণ পরিণতি হতে পারে কার্তিকের!
সদ্য এক সাক্ষাৎকারে অমল মল্লিক বলেন, বাইরে থেকে এসে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁর বহু ছবি সফল হয়েছে। এবার তাঁকে নিশানা করা হচ্ছে। বলিউডের প্রভাবশালীরা কার্তিককে সরানোর জন্যে উঠেপড়ে লেগেছে। ঠিক যেমনটা সুশান্তের সঙ্গে হয়েছিল। ইন্ডাস্ট্রির অন্ধকার জগৎটা প্রত্যক্ষ করেছিলেন সুশান্ত (Sushant Singh Rajput)। ওই জগতের মানুষগুলোর আসল রূপ দেখে ফেলেছিলেন তিনি। তাই এই দুনিয়াতেই আর নেই তিনি। কেউ বলেন সুশান্ত আত্মঘাতী হয়েছেন, কেউ বলেন খুন হয়েছেন। কিন্তু যাই হোক মানুষটা যে আর নেই।
অমল আরও বলেন, বহিরাগত হয়েও সুশান্ত ভালো কাজ করছিলেন। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন। যার জন্যে তাঁর এমন পরিণতি হয়েছে। এবার একই পরিণতি হতে পারে কার্তিকের সঙ্গেও। তাঁর পিছনেও কম চক্রান্ত চলছে না। ইন্ডাস্ট্রির অন্দরে নানা সমস্যার সম্মুখীন হতেও হয় তাঁকে। কিন্তু তা সত্ত্বেও হাসিমুখে লড়াই করে এই জায়গায় এসেছেন তিনি।