অর্জুন, মালাইকা,ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৬ জুন: বিশেষ বন্ধু অর্জুন কাপুরের (Arjun Kapoor) জন্মদিনে বিশেষ ছবি শেয়ার করলেন মালাইকা অরোরা। 'হ্যাপি বার্থডে মাই সানসাইন' বলে  ছবি শেয়ার করেন মালাইকা। অর্জুনের ৩৬-এর জন্মদিনে মালাইকা যে ভালবাসা উজাড় করে দিয়েছেন, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী (Actor)।

দেখুন...

 

 

View this post on Instagram

 

আরবাজ খানের সঙ্গে মালাইকার (Malaika Arora) বিচ্ছেদের জন্য দায়ি অর্জুন কাপুর।  বি টাউনে কান পাতলে এমনই একের পর এক গুঞ্জন শোনা যায়। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি অর্জুন কাপুর কিংবা মালাইকা অরোরাকে।

আরও পড়ুন: Delta Variant: ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা অত্যধিক, করোনা নিয়ে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এমনকী, বিয়ের কথা উঠলে, দুজনকেই এড়িয়ে যেতে দেখা যায়। তবে বিয়ের কথা দুজনে এড়িয়ে গেলেও, তাঁরা যে নিজেদের সম্পর্কে একে অপরকে শ্রদ্ধা করেন, তা বার বার স্পষ্ট করে দিয়েছেন অর্জুন কাপুর, মালাইকা অরোরা। তবে একসঙ্গে সময় কাটাতে মাঝে মধ্যেই দুজনকে বিভিন্ন জায়গায় উড়ে যেতেও দেখা যায়। কখনও হিমাচল প্রদেশ আবার কখনও গোয়ায় (Goa) একসঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যায় অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাকে।