Neha Sharma in Bikini (Photo Credits: Instagram)

মুম্বই, ৭ এপ্রিলঃ নায়ক হোক কিংবা নায়িকা চেহারা নিয়ে বেজায় সচেতন প্রত্যেকে। সুঠাম, সুগঠিত চেহারাই তো দর্শকদের চোখ তাঁদের উপর আটকে রাখে। শরীরচর্চার সেই দৌড়ে নায়কদের থেকে কয়েক কাঠি উপরে চলেন সুন্দরী নায়িকারা। রূপ আর যৌবনের জেল্লা টানটান রাখতে ফিটনেসে কোন খামতি রাখেন না তাঁরা। তা সে যতই মনপসন্দ খাবার তাঁদের সামনে রাখা হোক না কেন। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী হলেন নেহা শর্মা (Neha Sharma)। সর্বক্ষণ জিম আর শরীরচর্চা নিয়ে মেতে থাকেন অভিনেত্রী। সঙ্গী বোন আয়েশা শর্মা (Aisha Sharma)।

নায়িকা তাঁর ওয়ার্ক আউটের নানা ভিডিয়ো ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। নেহার সেই সমস্ত কঠোর শরীরচর্চার ভিডিয়ো দেখে অবাক বনে যান নেটিজেন। তবে শরীরচর্চার পাশাপাশি ঘুরতে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন নানা কিছুর ছবি নায়িকা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সদ্য নেহার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। হলুদ রঙের ওয়ান পিস বিকিনি পরে জলে নামছেন নায়িকা (Neha Sharma in Bikini)। পাপারাৎজির একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে নেহার সেই ভিডিয়ো। বিকিনিতে নেহার 'হটনেস' যেন ঠিকরে বেরচ্ছে।

হলুদ বিকিনিতে হট নেহাঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এক সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধওয়ানকে (Varun Dhawan) জিজ্ঞাসা করা হয়েছিল, ইনস্টাগ্রামে কার প্রোফাইল দেখতে তিনি পছন্দ করেন বা মাঝেমধ্যেই দেখেন? বিবাহিত বরুণ বেশি ভাবনা চিন্তা না করেই নিয়েছিলেন নেহার নাম। বলেছিলেন, নেহা শর্মার ইনস্টাগ্রাম প্রোফাইল তাঁর ভালো লাগে। তাঁর শেয়ার করা ওয়ার্ক আউটের নানা ভিডিয়ো অভিনেতাকে বেশ আকর্ষণ করে। আর তা কেবল বরুণ নয়, লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। ইন্ডাস্ট্রিতে অল্প বিস্তরই কাজ করেছেন নেহা। কিন্তু তা সত্ত্বেও ইনস্টা হ্যান্ডেলে তাঁর অনুরাগী সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর উপস্থিতি বেশ চিত্তাকর্ষক বটে।