Pooja Batra (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: অভিনেত্রী ও মডেল পূজা বাত্রা সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি সিজলিং ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে বিকিনি পরে খুব হট  দেখাচ্ছে। বিভিন্ন পোজে তিনি ছবি তুলেছেন।  জনপ্রিয় অভিনেত্রী পূজা বাত্রা (Pooja Batra) এক সময় মডেলিংয়ের হাত ধরে গ্ল্যামার জগতে পদার্পণ করেছিলেন। দক্ষিণী ছবির মাধ্যমেই খ্যাতির চূড়ায় পৌঁছন তিনি। এর পর বেশ কিছু বলিউড ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। তাঁর আকর্ষণীয় ছবিগুলো দেখুন।

 

View this post on Instagram

 

A post shared by Pooja Batra Shah (@poojabatra)