Armaan Malik.jpg (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ জুলাই: দুই স্ত্রী পায়েল (Payal Malik) এবং কৃতিকা মালিককে (Kritika Malik) নিয়ে বিগ বস ওটিটি থ্রি-র ঘরে প্রবেশ করতেই ইউটিউবার আরমান মালিককে (Armaan Malik) নিয়ে জোর আলোচনা শুরু হয়। শো শুরুর প্রথম ধাপে পায়েল আউট হলেও, কৃতিকা মালিককে নিয়ে আরমান এখনও বিগ বসের ঘরে। বসের ঘরে থাকতে থাকতেই এবার আরমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। আরমান মালিক মাদকাসক্ত হয়ে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন বলে  অভিযোগ। যা নিয়ে একের পর এক জল্পনা শুরু হলে, এবার আরমানের বিরুদ্ধে যে এফআইআর করা হয়, তার কপি ভাইরাল হয়।

একটি সংবাদমাধ্যমের তরফে আরমানের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের কপি সামনে আনা হয়। এমনকী আরমানের বিরুদ্ধে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের যে অভিযোগ ওঠে, সে বিষয়ে তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিক সবকিছু জানতেন বলেও শোনা যায়।

আরও পড়ুন: Bigg Boss OTT 3: 'একটা ছোট পরিবারকে নষ্ট করে দিয়েছি মনে হয়', আরমান মালিককে বিয়ে করে বিস্ফোরক ইউটিউবারের দ্বিতীয় স্ত্রী কৃতিকা

দেখুন আরমানের বিরুদ্ধে সেই এফআইআরের কপি...

 

যদিও আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল মালিক এখনও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।