দিল্লি, ২২ জুলাই: দুই স্ত্রী পায়েল (Payal Malik) এবং কৃতিকা মালিককে (Kritika Malik) নিয়ে বিগ বস ওটিটি থ্রি-র ঘরে প্রবেশ করতেই ইউটিউবার আরমান মালিককে (Armaan Malik) নিয়ে জোর আলোচনা শুরু হয়। শো শুরুর প্রথম ধাপে পায়েল আউট হলেও, কৃতিকা মালিককে নিয়ে আরমান এখনও বিগ বসের ঘরে। বসের ঘরে থাকতে থাকতেই এবার আরমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। আরমান মালিক মাদকাসক্ত হয়ে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। যা নিয়ে একের পর এক জল্পনা শুরু হলে, এবার আরমানের বিরুদ্ধে যে এফআইআর করা হয়, তার কপি ভাইরাল হয়।
একটি সংবাদমাধ্যমের তরফে আরমানের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের কপি সামনে আনা হয়। এমনকী আরমানের বিরুদ্ধে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের যে অভিযোগ ওঠে, সে বিষয়ে তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিক সবকিছু জানতেন বলেও শোনা যায়।
দেখুন আরমানের বিরুদ্ধে সেই এফআইআরের কপি...
This is the copy of FIR against #ArmaanMalik #ArmaanMalik has reportedly drugged & r@ped 11 Minor girl and his first wife #PayalMalik is aware about it too.
DISGUSTING! #BiggBossOTT3 pic.twitter.com/mznsU5gu6p
— Khabri (@real_khabri_1) July 16, 2024
যদিও আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল মালিক এখনও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।