Sayak Chakraborty Wedding (Photo Credit: FB)

কলকাতা, ১৫ জুলাই: অভিনেতা (Actor), ইউটিউবার (YouTuber) সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) কি বিয়ে সেরে ফেললেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কিছু ছবি দেখে। যেখানে বর-বেশে হাজির সায়ক। পাশে বসে তাঁর নববিবাহিতা বধূ। তবে সায়ক কি সত্যিই বিয়ে সেরে ফেললেন নাকি পুরোটাই কোনও ধারাবাহিকের কারসাজি? এমন প্রশ্নও উঠছে। তবে প্রশ্ন যা-ই উঠুক না কেন, সায়ক কিন্তু খোলসা করে কিছু জানাননি। শুধু জানিয়েছেন, সময় এলে তাঁরাই সুখবর দেবেন। তবে সময় কখন আসবে, তা কেউ জানে না।

বিয়ের আগে গায়ে হলুদের ছবিও পোস্ট করেন সায়ক। আর সেখানেও রেখেছিলেন ধোঁয়াশা। কোনওভাবেই বিশেষ দিন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। টেলিভিশনের অভিনেতা তথা জনপ্রিয় ইউটিউবার সায়ক চক্রবর্তী। প্রসঙ্গত সায়ক বিয়ে বা গায়ে হলুদের যে ছবিগুলি পোস্ট করেছেন, সেখানে 'কমলা এবং শ্রীমান পৃথ্বিরাজের' অভিনেত্রীর দেখা মিলছে। অর্থাৎ সায়ক মেগা সিরিয়ালের জন্যই ক্যামেরার সামনে বিয়ের পিঁড়িতে বসেছেন বলে অনেকে মনে করছেন।

দেখুন কোন ছবি পোস্ট করলেন সায়ক চক্রবর্তী...

এসবের পাশাপাশি সায়কের বিয়ের ছবি দেখে তাঁর অনুগামীরা সবাই শুভেচ্ছা জানাতে শুরু করেন। যা দেখে প্রায় প্রত্যেকের শুভেচ্ছার প্রত্যুত্তর দেন সায়ক। কাউকে বলেন, 'ধন্যবাদ'। আবার কাউকে বলেন, 'খুশি হলাম'।

গায়ে হলুদের ছবিও পোস্ট করতে দেখা যায় সায়ককে...

সবকিছু নিয়ে সায়কের গায়ে হলুদ এবং বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নানা জনের নানা মত উঠে আসছে। তবে বিষয়টি খোলসা হবে তখনই যখন সায়ক নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করবেন বা সত্যিটা জানাবেন তাঁর 'ফলোয়ারদের'।