নয়াদিল্লি : আভা পাল (Aabha Paul) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মুগ্ধ করা একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে আভা ফুল দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছেন। আভাকে এরকম সাজে আগে কখনও দেখা যায়নি। আভার এই নতুন রূপ দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। নতুন ভিডিওটিতে ফুলের সাজে আভাকে দেখে মনে হচ্ছে, তিনি নিজেই জেন আস্ত একটি ফুল।
আরও পড়ুন : Kim Kardashian : কালো বিকিনি পরা ছবিতে সোশ্যাল মিডিয়া তোলপাড় করলেন কার্দাশিয়ান
আভার ভক্তদের সংখ্যা গোনা হয় মিলিয়নে, তাঁর চোখের চাহনিতে পুরুষেরা কাবু হয়ে পড়ে। ২০১৩ সালে তাঁকে প্রথম 'কামসূত্র ৩ডি' (Kamasutra 3D) সিনেমায় দেখা যায় । তিনি গান্দি বাত এবং ট্রিপল এক্স (XXX) এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে সাহসিকতা দেখিয়েছেন।
দেখুন ভিডিও
View this post on Instagram