Khushi Mukherjee (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ অক্টোবর: মুম্বইয়ের রাস্তায় দাদাগিরি দেখালেন খুশি মুখোপাধ্যায় (Actress Khushi Mukherjee)। দীপাবলিতে (Diwali 2025) অভিনেত্রী যখন নিজের মার্সিডিজ় গাড়ি নিয়ে রাস্তায় বেরোন, সেই সময় অন্ধেরিতে শুরু হয় গন্ডগোল। অভিযোগ, অন্ধেরির (Mumbai) রাস্তায় খুশি মুখোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা দেয় একটি অটো রিক্সা। যে ঘটনার সঙ্গ সঙ্গে অভিনেত্রী গাড়ি থেকে নেমে পড়েন। গাড়ি থেকে  নেমে তিনি অটো চালককে তো ধরতে পারেননি, উলটে সেখানে থাকা মানুষের উপর চিৎকার শুরু করেন। তাঁর গাড়িতে যখন অটো ধাক্কা দেয় তখন সেখানে হাজির কেউ কেন কোনও প্রতিবাদ করেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন খুশি মুখোপাধ্যায়।

এসবের পাশাপাশি বাঙালি মডেল অভিনেত্রীকে দেখা যায়, পুলিশের সঙ্গে তর্ক করতে। পুলিশ যত খুশিকে বোঝানোর চেষ্টা করেন, তত তিনি চটে যান। এমনকী, রাস্তার উপর দাঁড়িয়ে বিনা কারণে এক বিক্রেতার অনেক বাজি নিয়ে তা ছুঁড়ে ফেলতে শুরু করেন। তাঁকে বার বার নিষেধ করা সত্ত্বেও তিনি থামেননি।

আরও পড়ুন: Disha Patani Hot Video: দীপাবলির পর কালো ব্রালেটে সামনে এলেন দিশা, উষ্ণতায় উত্তাল অন্তর্জাল

দেখুন রাস্তায় দাঁড়িয়ে কীভাবে অসভ্যতামি করলেন খুশি...

 

 

View this post on Instagram

 

উলটে আমার দীপাবলি যখন খারাপ হয়েছে তখন সবার হোক বলে বাজি ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দিতে শুরু করেন। পুলিশের সামনে দাঁড়িয়েই খুশিকে ওই ধরনের ব্যবহার করতে দেখা যায়।

স্প্লিটসভিলা-খ্যাত মডেল, অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়কে পুলিশ বার বার বলতে শুরু করে, 'ম্যাডাম বাদ দিন, ছাঁড়ুন। উৎসবের দিনে এমন একটু আধটু হয়।' তবে কোনও কথাই শোনেননি খুশি। অন্ধেরিতে দাঁড়িয়ে তিনি রীতিমত গায়ের জোর দেখাতে শুরু করেন।

যা দেখে সেখানে হাজির বেশ কয়েকজন ক্ষেপে যান। তাঁরা পুলিশকে সম্মোধন করে বলেন, 'স্যার এঁকে চলে যেতে বলুন। না হলে এখান থেকে মার খেয়ে যাবেন।'

কে এই খুশি মুখোপাধ্যায়?

মডেল, অভিনেত্রী হিসেবে পরিচিত খুশি মুখোপাধ্যায়। স্প্লিটসভিলা থেকে নাম, যশ নিয়ে বেরোন এই বাঙালি মডেল। বালভীর রিটার্নস, জয় শ্রীরাম-এর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেন খুশি।

তবে তিনি আরও বেশি পরিচিত তাঁর বোল্ড আউটফিটের জন্য। প্রায়শয়ই মুম্বইয়ের রাস্তায় খোলামেলা পোশাক পরে হাজির হন খুশি। যা নিয়ে নিত্য সমালোচনা লেগেই থাকে। কখনও খুশির বক্ষ থাকে উন্মুক্ত আবার কখনও শরীরের নিন্মাংশে পোশাকের দৈন্যতা দেখে মানুষ জোরদার সমালোচনা করেন। এবার সেই খুশি মুখোপাধ্যায়কে দেখা যায়, দীপাবলির রাতে মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে এক দোকানদারের বাজি ফেলে দিয়ে 'অনিষ্ট' করতে।