
ওয়াশিংটন, ২১ সেপ্টেম্বর: আফগানিস্তানে (Afghanistan) যাতে স্থিতাবস্থা বজায় থাকে, তারজন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ আফগানিস্তানে যাতে সুষ্ঠভাবে সরকার পরিচালনা করে নয়া কেয়ারটেকার সরকার, তারজন্য নিরলস কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা৷ রাষ্ট্রসংঘের (UN) সাধারণ সভায় এমনই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)৷
বাইডেন বলেন, ভবিষ্যতে যদি কখনও প্রয়োজন হয়, তাহলে আমেরিকা সেনা বাহিনীর সাহায্য নেবে৷ তবে সেনা বাহিনী প্রয়োগের চেষ্টা সবার শেষে করা হবে৷ সর্বশক্তি দিয়ে আফগানিস্তানের স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করবে বলে জানান মার্কিন রাষ্ট্রপতি৷ আমেরিকার মানুষের মতামত নিয়ে মিত্র শক্তির সঙ্গে আঁতাত করে তবেই আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জো বাইডেন৷
আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানে খুলল স্কুল, ছাত্ররা হাজির হলেও, প্রবেশের অনুমতি নেই ছাত্রীদের
চিনের (China) প্রসঙ্গ টেনে বাইডেন আরও বলেন, আমেরিকা কখনও ঠাণ্ডা যুদ্ধ চায় না কারণ বর্তমানে গোটা বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছে৷ আফগানিস্তানের সুস্থ সমাধান করতে যে কোনও দেশের সঙ্গে শান্তি চুক্তি করতে আমেরিকা রাজি বলে জানান জো বাইডেন৷ সন্ত্রাসবাদ নিয়েও কড়া বার্তা দেন বাইডেন৷ সন্ত্রাসবাদের তীক্ষ্ণ থাবা কতদূর পৌঁছতে পারে, আমেরিকা তা ভালভাবে জানে৷ গত মাসে কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের জেরে আমেরিকা ১৩ জন হিরোকে হারায়৷ যারা এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চিরশত্রু বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট৷
আফগানিস্তানের সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমেরিকা সব সময় তালিবানের (Taliban) বিরুদ্ধে লড়তে প্রস্তুত বলেও কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট৷