US Diplomat Alice Wells On Kashmir: ইন্টারনেট আংশিক ফেরায় খুশি , তবে কাশ্মীরের রাজনীতিকদের দ্রুত মুক্তি দেওয়া হোক: অ্যামেরিকা
অ্যালিস ওয়েলস (Photo Credits: AFP)

ওয়াশিংটন, ২৫ জানুয়ারি: অভিযোগ ছাড়াই কাশ্মীরে (Kashmir) যে সমস্ত রাজনীতিককে বন্দি করা হয়েছে, তাঁদের দ্রুত ছেড়ে দেওয়ার পথে পদক্ষেপ নিক ভারত সরকার। অনুরোধ অ্যামেরিকা প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের (Alice Wells)। সম্প্রতি ১৫ দেশের কূটনীতিকদের (political leaders) সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে ঘুরে গেছেন অ্যালিস। দিল্লিতে রাইসিনা আলোচনাতেও অংশ নিয়েছিলেন। তার পর দেশে ফিরে এমন মন্তব্য করলেন তিনি।

অ্যালিস ওয়েলস বলেন, "ইন্টারনেট পরিষেবা আংশিক ফিরিয়ে আনা-সহ জম্মু-কাশ্মীরে সম্প্রতি যে পদক্ষেপ করা হয়েছে, তাতে আমি খুশি। সেই সঙ্গে ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের কূটনীতিকদের নিয়মিত সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক। নির্দিষ্ট অভিযোগ ছাড়া সেখানে যে সমস্ত রাজনীতিককে বন্দি করা হয়েছিল, এ বার তাঁদের মুক্তি দেওয়ার পথে পদক্ষেপ নিক ভারত।’’ তিনি আরও বলেন, "কাশ্মীর সফরে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) সম্পর্কিত উন্নয়নের বিষয়ে আরও কিছু শোনার সুযোগ হয়েছিল। আমি বলব, রাজনৈতিক বিরোধী দল, মিডিয়া বা আদালত যাই হোক না কেন। গণতান্ত্রিক আইনের আওতায় সমান সুরক্ষার নীতিটির গুরুত্ব আছে।" আরও পড়ুন:  Shashi Tharoor On Vinayak Damodar Savarkar: বিনায়ক দামোদর সাভারকর দেশ ভাগ তত্ত্বের প্রথম প্রবক্তাদের মধ্যে একজন: শশী থারুর

ওয়েলস, যিনি দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সবেমাত্র এশিয়া সফর থেকে ফিরে অ্যামেরিকা ফিরেছেন। চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, মলদ্বীপ, মরক্কো, ফিজি, নরওয়ে, ফিলিপিন্স, আর্জেন্টিনা-সহ ১৫টি দেশের কূটনৈতিক প্রতিনিধিদলকে উপত্যকার পরিস্থিতি ঘুরিয়ে দেখানো হয়। সেই দলে সামিল ছিলেন ওয়েলসও।