Afghanistan: বিমান পরিষেবা বন্ধ হওয়ার আগে আফগানিস্তান থেকে ফিরে আসুন ভারতীয়রা, জানাল দিল্লি
তালিবান, ফাইল ছবি

দিল্লি, ১১ অগাস্ট: আফগানিস্তানের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে দেশে ফিরে আসুন। বিমান পরিষেবা বন্ধ হওয়ার আগে আফগানিস্তান থেকে ভারতীয়রা দেশে ফিরুন। ভারত (India) সরকারের তরফে এমনই আবেদন করা হল আফগানিস্তান বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে।

বর্তমানে আফগানিস্তান (Afghanistan) জুড়ে থাবা বসাতে শুরু করেছে তালিবান। ফলে জালালাবাদ, কান্দাহারে আগেই দূতাবাস বন্ধ করে দিয়েছে ভারত। এবার ভারতীয়রা  শিগগিরই চলে আসুন বলে জানানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

সম্প্রতি আফগানিস্তানের অন্যতম বড় শহর মাজার-ই-শরিফে হামলা চালায় তালিবান। ফলে মাজার-ই-শরিফ থেকে ভারতীয়দের উদ্ধার করতে ভারত চপার পাঠিয়েছে। জানা যাচ্ছে, মাজার-ই-শরিফে তালিবান (Taliban) হামলা চালানোর পরপরই সেখান থেকে পালাতে শুরু করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: Marburg Virus: ইবোলার মতো মারাত্মক, দক্ষিণ আফ্রিকায় মার্গবার্গ ভাইরাসের হানাদারি

ফলে কান্দাহারের মতো মাজার-ই-শরিফ থেকেও ভারতীয়দের উদ্ধারের কাজ শুরু করেছে বিদেশ মন্ত্রক।

পাশাপাশি ভারতীয়দের যাতে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, সে বিষয়ে কাবুলের তরফে দিল্লিকে পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় (Indian) হোক বা বিদেশি, আফগানিস্তানে কর্মরত প্রত্যেক ভারতীয়কে যাতে ফেরানো হয়, সে বিষয়ে দিল্লিকে পরামর্শ দেওয়া হয়েছে দিল্লির তরফে।