
লেবাননের প্যালেস্তাইন শরণার্থী শিবিরে সংঘর্ষের জেরে মৃত ৫। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। ইউনাইটেড নেশনস রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সীর (UNRWA) মতে ঘটনায় ২ জন শিশুও রয়েছে আহতের তালিকায়।
লেবাননের প্যালেস্তাইন ক্যাম্পে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বন্দুক নিয়ে হামলা চালায় এক সেনা কর্তাকে খুন করার উদ্দেশ্যে। লেবাননের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি মর্টার শেল সেনা ব্যারাকের বাইরে বিস্ফোরণ ঘটে যার জেরে আহত হয় ১ ব্যক্তি, যার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।
লেবাননের কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাতি (Najib Mikati) এই ঘটনার নিন্দা করেছেন।লেবাননে ৪৫ হাজার শরণার্থী এই মূহূর্তে রয়েছেন।লেবাননের প্যালেস্তাইন ক্যাম্পে জায়গা পাওয়ার জন্য সেনাদের সঙ্গে বরবারই যুদ্ধে জড়িয়ে পড়ে এই গোষ্ঠী।
হামলার সময় সিডন শহরে শরণার্থী শিবিরের কাছে অবস্থি বাড়ি থেকে পালিয়ে যায় মানুষের। বিক্ষিপ্ত বেশ কিছু গুলি ছুটে আসে আশেপাশেল থাকা বাড়িগুলিতে।
২০১৭ সালে প্যালেস্তাইনের এই বিচ্ছিন্ন গ্রুপ লেবাননের সেনাদের সঙ্গে প্রায় ১ সপ্তাহ ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
At least five killed in clashes in Palestinian refugee camp in Lebanon
Read @ANI Story | https://t.co/jCqrnLnk68#Palestine #RefugeeCamp #Lebanon pic.twitter.com/NlPGjKbVmn
— ANI Digital (@ani_digital) July 31, 2023