
ইজরায়েলের যখন হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য স্থলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই মূহূর্তে ইজরায়েলে পণবন্দি এবং নিঁখোজ ফোরামের পক্ষ থেকে দ্রুত পণবন্দীদের ফিরিয়ে আনার জন্য ক্যাম্পেন চালু করা হল।
এই ক্যাম্পেনের মাধ্যমে ইজরায়েলের নাগরিকদের ৫ মিনিটের জন্য আলো জ্বালিয়ে রাখার কথা বলা হয়।পরিবারের পাশাপাশি এই ক্যাম্পেনে অন্যান্য ইজরায়েলি নাগরিকরাও যোগ দেন।
এর পাশাপাশি এই অভিযানে আমেরিকার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইজরায়েলিরা।বাইডেনের পক্ষ থেকে পণবন্দীদের ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা করা হয়েছে সেজন্য ধন্যবাদও দিয়েছেন তারা।
তবে এই মূহূর্তে পণবন্দী নাগরিকরা কোথায় আছেন সে বিষয়ে কোন খবর যে তাদের কাছে নেই, আদৌ তারা বেঁচে আছেন না মারা গেছেন সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন।
ইজরায়েলের ভেতর ২৫০০ হামাস জঙ্গিকে ভেতরে ঢুকিয়ে চালানো অত্যাচারের প্রতিবাদে হামাসের বিরুদ্ধে ইজরায়েল যুদ্ধ ঘোষণা করেছে। এবং ২০০ থেকে ২৫০ জন পনবন্দিকে নিয়ে গাজার দিকে রওনা দেয়।সেই পণবন্দীদের ফিরিয়ে আনতে জোর তৎপরতা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল।
Hostages and Missing Families Forum in Israel launches "Lighting up the Light" campaign for early return of hostages
Read @ANI Story | https://t.co/bAkHOLISX8#Israel #Hamas #campaign #hostages pic.twitter.com/rXtgjnjzHf
— ANI Digital (@ani_digital) October 21, 2023