Taliban: গোটা আফগানিস্তান দখলের পরও দুর্ভেদ্য পঞ্জশিরে কড়া প্রতিরোধের মুখে তালিবান
পঞ্জশির উপত্যকায় কড়া পাহারা, ছবি ট্যুইটার

কাবুল, ২৫ অগাস্ট: পঞ্জশির দখল করতে এলে তালিবানকে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে৷ কোনওভাবেই পঞ্জশির দখল করতে দেওয়া হবে না৷ এমনই হুুুমকি দেওয়া হল দ্য ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্সের নেতা আহমেদ মাসুদের তরফে৷

ভৌগলিকগত কারণে পঞ্জশির (Panjshir Valley) বরাবরই আফগানিস্তানের অন্য প্রদেশগুলির চেয়ে পৃথক৷ ফলে গত ১৫ অগাস্ট তালিবান কাবুল দখলের পর পঞ্জশিরের প্রতিরোধ আরও দুর্ভেদ্য হয়ে উঠতে শুরু করেছে৷ ফলে তালিবান (Taliban) যদি কখনও পঞ্জশিরে হাজির হয়, তাহলে তাদের প্রতিরোধ করা হবে৷ দ্য রেজিস্টেন্স ফোর্স কোনওভাবেই তালিবানকে পঞ্জশির প্রদেশে প্রবেশ করতে দেবে না বলে স্পষ্ট জানানো হয়েছে৷

হিন্দুকুশ পর্বতের কোলে অবস্থিত পঞ্জশির প্রথম থেকেই নিজেদের অস্তিত্ব নিয়ে সরব৷ তালিবান আফগানিস্তান (Afghanistan) দখলের পরও ওই প্রদেশে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে৷ তালিবান বিরোধীরা পুরো শক্তি নিয়ে জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করতে প্রস্তুত৷ সেই কারণে ন্যাশনাল রেজস্টেন্স ফোর্সকে ইতিমধ্যেই তালিবান ভয় পেতে শুরু করেছে বলে খবর৷

আরও পড়ুন: Taliban: তালিবানের উপর নির্ভর করছে মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা, সুর চড়ালেন বাইডেন

সম্প্রতি খবর আসে ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্সের সঙ্গে নাকি তালিবানের এক প্রতিনিধি দল বৈঠক করেছে৷ তবে সেই বৈঠকে এখনও কোনও রফাসূত্র মেলেনি বলে খবর৷ আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আশরফ গনি যখন দেশ ছাড়েন, সেই সময় থেকেই তালিবানকে প্রতিরোধ করতে পঞ্জশিরের দুয়ারে হাজির দ্য ন্যাশনাল রেজস্টেন্স ফোর্স৷

প্রসঙ্গত, মঙ্গলবারও পঞ্জশিরে প্রবেশের চেষ্টা করে তালিবান৷ তবে দ্য ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্সের কড়া প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের৷ অত্যাধুনিক অস্ত্র, মর্টার নিয়ে উপত্যকার সামনে পাহারায় দাঁড়িয়ে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন দল৷ দ্য ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্সের হাতে রয়েছে ওয়াকি টকি, রকেট, রাইফেল সহ আরও বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র৷