Taliban:তালিবান শাসনের প্রথম দিনে কাবুলের রাস্তায় মহিলাদের বিজ্ঞাপনে কী বদল এল
এভাবে কাবুলের রাস্তায় দেওয়ালে সাদা রঙ করে ঢাকা হচ্ছে বিজ্ঞাপন। (ছবি-টুইটার থেকে)

কাবুল, ১৭ অগাস্ট: গত রবিবার সন্ধ্যার মধ্যেই কাবুল দখল করে ফেলেছিল তালিবান। প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে দেশের ক্ষমতাভারও তালিবান হাতে চলে গিয়েছে। দুনিয়ার নজর এখন তালিবান শাসনে যাওয়ার পর আফগানিস্তানের মহিলাদের অবস্থা কোন দিকে যায় সেটাই দেখার। মহিলাদের পুরোপুরি পর্দায় রাখার পক্ষপাতি তালিবান শীর্ষ নেতারা কাবুলে এসে দেখছেন গত ২০ বছরের মধ্যে অনেকটাই বদলে গিয়েছে। মার্কিন সেনার সাহায্যে এখন আফগানিস্তানের ক্ষমতাচ্যুত দেশের মহিলাদের নিজেদের মত করে বাঁচার স্বাধীনতা দিয়েছিল। এর ফলে কাবুলের রাস্তায় সেখানকার সংস্কৃতি মেনেই মহিলা মডেলদের বিজ্ঞাপনে দেখা যায়। তালিবান এর ঘোরতর বিরোধী। আরও পড়ুন: Taliban: সরকারি কাজে অংশ নিন মহিলারা, আফগানিস্তান জুড়ে আতঙ্কের মাঝে নয়া ঘোষণা তালিবানের

দেশের ক্ষমতা কারায়ত্ব করার পর কাবুলের রাস্তায় মহিলারা যেসব বিজ্ঞাপনে আছেন সেসব হোর্ডিং ঢেকে দেওয়া হচ্ছে বলে খবর। কাবুলের এক হোর্ডিং বিজ্ঞাপনে বিয়ের কনের সাজের এক মহিলা তার চুল খুলে দাঁড়িয়ে ছিলেন। বিজ্ঞাপনের সেই মহিলার চুলের ছবিতে সাদা রঙ করে দিয়েছে তালিবান। এমনটাই দেখা যাচ্ছে।

এমনও শোনা যাচ্ছে কাবুলের রাস্তায় এখন তালিবান যোদ্ধার সশস্ত্র অবস্থায় ঘুরছে। বিভিন্ন সরকারী অফিস, সংবাদমাধ্যমের কার্যালয়ে গিয়ে তাদের কাজকর্ম খতিয়ে দেখছে। রাত ৯টার পর কার্ফুউ জারি করা হয়েছে।