Afghanistan: তালিবানের সঙ্গে হাজির আইসিস, নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার

আমেরিকার দূতাবাস যখন তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে, সেই সময় ব্রিটেনের বিদেশ মন্ত্রকও জারি করল সতর্কতা। যে কোনও সময় কাবুল বিমানবন্দরে আইসিসি জঙ্গিরা হামলা চালাতে পারে।

বিদেশ Jayeeta Basu|
Afghanistan: তালিবানের সঙ্গে হাজির আইসিস, নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার
ছবি ট্যুইটার

কাবুল, ২৬ অগাস্ট: আমেরিকার (US) পর এবার ইউরোপ (UK)  এবং অস্ট্রেলিয়াও (Australia) কাবুল বিমানবন্দর জুড়ে সতর্কতা জারি করল। খুব বেশি প্রয়োজন না হলে কেউ যেন কাবুল (Kabul) বিমানবন্দরে প্রবেশ না করেন, সে বিষয়ে জারি করা হয়েছে জোরদার সতর্কতা। আফগানিস্তানের খোরাসান প্রদেশে আইসিস জঙ্গিরা প্রবেশ করেছে।  যে কোনও মুহূর্তে কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে।  সেই কারণেই বিমানবন্দর থেকে আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সরাতে শুরু করেছে বলে খবর।

আমেরিকার দূতাবাস যখন তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে, সেই সময় ব্রিটেনের বিদেশ মন্ত্রকও জারি করল সতর্কতা।  যে কোনও সময় কাবুল বিমানবন্দরে আইসিসি জঙ্গিরা হামলা চালাতে পারে।  সেই কারণে কোনওভাবে যাতে সেখানে তাদের দেশের নাগরিকরা হাজির না হন, সে বিষয়ে বার বার সাবধান করা হয়েছে।

আরও পড়ুন:  Taliban: রাষ্ট্রসংঘে কর্মরত কর্মীদের মারধর তালিবানের, পরিস্থিতি দুর্বিসহ আফগানিস্তানে

অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রকও জানিয়েছে, ভিসা নিয়ে যত  তাড়াতাড়ি সম্ভন অস্ট্রেলিয়ানরা যে আফগানি7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8+%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6+%E0%A6%86%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%2C+%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%2C+%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0 https%3A%2F%2Fbangla.latestly.com%2Fworld%2Fafghanistan-us-uk-australia-warn-of-terror-threat-at-kabul-airport-90294.html',900, 600)">

বিদেশ Jayeeta Basu|
Afghanistan: তালিবানের সঙ্গে হাজির আইসিস, নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার
ছবি ট্যুইটার

কাবুল, ২৬ অগাস্ট: আমেরিকার (US) পর এবার ইউরোপ (UK)  এবং অস্ট্রেলিয়াও (Australia) কাবুল বিমানবন্দর জুড়ে সতর্কতা জারি করল। খুব বেশি প্রয়োজন না হলে কেউ যেন কাবুল (Kabul) বিমানবন্দরে প্রবেশ না করেন, সে বিষয়ে জারি করা হয়েছে জোরদার সতর্কতা। আফগানিস্তানের খোরাসান প্রদেশে আইসিস জঙ্গিরা প্রবেশ করেছে।  যে কোনও মুহূর্তে কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে।  সেই কারণেই বিমানবন্দর থেকে আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সরাতে শুরু করেছে বলে খবর।

আমেরিকার দূতাবাস যখন তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে, সেই সময় ব্রিটেনের বিদেশ মন্ত্রকও জারি করল সতর্কতা।  যে কোনও সময় কাবুল বিমানবন্দরে আইসিসি জঙ্গিরা হামলা চালাতে পারে।  সেই কারণে কোনওভাবে যাতে সেখানে তাদের দেশের নাগরিকরা হাজির না হন, সে বিষয়ে বার বার সাবধান করা হয়েছে।

আরও পড়ুন:  Taliban: রাষ্ট্রসংঘে কর্মরত কর্মীদের মারধর তালিবানের, পরিস্থিতি দুর্বিসহ আফগানিস্তানে

অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রকও জানিয়েছে, ভিসা নিয়ে যত  তাড়াতাড়ি সম্ভন অস্ট্রেলিয়ানরা যে আফগানিস্তান (Afghanistan) ছাড়েন।  আফগানরাও যাতে ভিসা জোগাড় করে তাঁদের দেশ ছাড়েন (যাঁরা ইচ্ছুক), সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change