West Bengal Weather Update: বৃষ্টির ভ্রূকুটি আর নেই, পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকবে রাজ্যজুড়ে
আকাশ থাকছে পরিস্কার (Photo Credits: Wikimedia)

কলকাতা, ৯ ফেব্রুয়ারি: শীতের শিরশিরানি এখনই শেষ হচ্ছে না। আরও কিছুদিন জমিয়ে শীত উপভোগ করতে পারবে বাঙালি। বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে রোদ খেলবে। শীতের মিঠে রোদে গা সেঁকে নেওয়ার পালা। গত কয়েকদিন ধরে আকাশ ছিল মেঘলা (Cloudy)। ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেভাবে বৃষ্টি হয়নি শহরের রাজপথ কিংবা রাজ্যের কোনো জায়গাতেই। জারি করা হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব।

পশ্চিমী ঝঞ্জা কাটিয়ে আজ থেকে ঝলমলে আকাশের পূর্বাভাস হাওয়া অফিসের। বেলা বাড়তেই ক্রমশ পরিষ্কার হবে আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫. ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন ১২ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত নামবে পারদ। গতকাল কলকাতা-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আরও পড়ুন, বাতিল হচ্ছে শতাধিক ট্রেন, ভোগান্তির মুখে শিয়ালদহগামী যাত্রীরা

তাই শেষের কটা দিন চা, কফি, ঝোলাগুড়ের স্বাদ নিন। আপাতত কয়েকদিন পরিষ্কার থাকবে আকাশ। তাই আর কয়েকদিন শীতকে চেটেপুটে নিতে পারবে বঙ্গবাসী।