Weather Update: নামল তাপমাত্রার পারদ, শীতের আমেজই বর্ষবরণে মাতবে বাঙালি
প্রতীকী ছবি (Representational Image Only)

কলকাতা, ২৬ ডিসেম্বর: গত কয়েকদিনের চেয়ে আজ রাজ্যে নামল তাপমাত্রার (Temperature) পারদ। শনিবার সকালে জাঁকিয়ে শীতের (Winter 2020) আমেজ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। আলিপুর আবহাওয়া অফিস (IMD, Kolkata) জানিয়েছ, আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ থাকবে। তাপমাত্রা আরও কমবে। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। তাই আগামীকাল রবি ও সোমবারে বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে। শৈত্যপ্রবাহ চলবে উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশেও। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শীতের আমেজ ফিরতে পারে। আরও পড়ুন: Dilip Ghosh: ‘যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না’, সাতসকালেই তৃণমূলকে হুমকি দিলীপ ঘোষের

অঘ্রায়নে এবার শীত বঙ্গবাসীকে বঞ্চিত করেছে। তবে যতই বাধা হয়ে দাঁড়াক ঝঞ্ঝা, ডিসেম্বরের মাঝামাঝি থেকে লম্বা ইনিংস খেলছে শীত। দু একদিন পারদ সামান্য চড়লেও বড়দিনে ফের স্বমহিমায় ফিরেছে সে। তবে শুধু বড়দিন নয়, চলতি বছরের বাকি কয়েকটি দিনেও ১৫ ডিগ্রির উপরে পারদ চড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনরে শীতের আমেজ বর্ষবরণে রশেবসে রাখবে বাঙালিকে।