COVID-19 Cases In West Bengal: রেকর্ড সংক্রমণ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৯৮২ জন
কোভিড (Photo Credits: PTI)

কলকাতা, ১ এপ্রিল: নতুন বছর পড়ার পর এই প্রথম রেকর্ড সংখ্যায় রাজ্যে (West Bengal) করোনাভাইরাসে (COVID-19) আক্রান্তের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯৮২ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যা গত ১ জানুয়ারির পর সর্বোচ্চ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জন। রাজ্যের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায়েছে ১০ হাজার ৩২৯। গতকাল আরও দু'জন রোগী সংক্রমণে প্রাণ হারান।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, কলকাতায় সর্বাধিক নতুন সংক্রমণ হয়েছে, সংখ্যাটা ৩৮০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে ২১২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। কোমর্বিডিটির কারণে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে রাজ্য সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৭৫ জন। এখনও অবধি ৫ লাখ ৭০ হাজার ৮১১ জন সুস্থ হয়েছে। আরও পড়ুন: West Bengal Assembly Elections 2021 Phase 2 Polls Live Updates: দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোটগ্রহণ শুরু হল

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রাজ্যে মোট মোট ৫১ লাখ ৪৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে বুধবার ১ লাখ ৩৫ হাজার মানুষ টিকা নিয়েছেন।