West Bengal Assembly Election Results 202: ফল ঘোষণার পর পালটে যায় কীভাবে? নন্দীগ্রাম নিয়ে ক্ষোভ মিমির
ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২ মে: 'ফল প্রকাশ্যে আসার পর তা আবার কীভাবে পালটে যায়। লজ্জা হওয়া উচিত তোমাদের।' নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসার পর এভাবেই ফুঁসে উঠলেন মিমি চক্রবর্তী। নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিমি (Mimi Chakraborty)।

 

এদিকে ২ মে বিধানসভা নির্বাচনের প্রকাশ্যে আসতে শুরু করলে বিকেলের দিকে ঘোষণা করা হয়, নন্দীগ্রাম থেকে জয়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর প্রকাশ্যে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেস নেত্রী (TMC)। এরপরই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে থাকার খবর ফের প্রকাশ্যে আসে। জানানো হয়, নন্দীগ্রামে পরাজিত মমতা। হাই ভোল্টেজ ওই কেন্দ্র থেকে জয়ী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: Covid-19: দেশ জুড়ে চালু হোক লকডাউন, কেন্দ্রের কাছে আবেদন কোভিড টাস্ক ফোর্সের

নন্দীগ্রাম নিয়ে যখন তুমুল চাপানউতোর শুরু হয়, সেই সময় মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়ে দেন, তিনি আদালতের দ্বারস্থ হবেন। জয়ের পর আচমকা কীভাবে পুনর্গণনা করে শুভেন্দু অধিকারীকে ওই কেন্দ্র থেকে জয়ী ঘোষণা করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।