West Bengal Assembly Election 2021 : 'নন্দীগ্রামে মিডিয়ার উপর হামলা চালিয়েছে পাকিস্তানিরা', দাবি শুভেন্দুর
তীব্র প্রতিক্রিয়া জানান শুভেন্দু

নন্দীগ্রাম, ১ এপ্রিল : দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2021 ) ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই নন্দীগ্রামের (Nandigram) একাধিক এলাকায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে। দ্বিতীয় দফার ভোটের দিন বেলা গড়াতেই নন্দীগ্রামের কামালপুরের ১৭০ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় অশান্তি শুরু হয়। যার জেরে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কর্মী আহত হন। সংবাদমাধ্যমের কর্মীদের উপর হামলা চালানো হয়। যার জেরে তীব্র প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তিনি বলেন, সংবাদমাধ্যমের উপর যারা হামলা চালিয়েছেন, তাঁরা 'পাকিস্তানি'। 'জয় বাংলা' স্লোগান দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এই জয় বাংলা স্লোগান বাংলাদেশের। কামালপুরের ১৭০ নম্বর ওয়ার্ডে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাঁরাই ওই কাজ করেছেন বলে অভিযোগ করেন নন্দীগ্রামের বিজেপি (BJP) প্রার্থী।

 

এদিকে দ্বিতীয় দফার ভোট শুরুর পর তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রীর বিরুদ্ধে সরাসরি আক্রমণে করেন শুভেন্দু অধিকারী।তিনি বলেন, “৬৬ বছরের আন্টি উনি। আন্টি কো থোড়া শান্ত র‌্যাহনা চাহিয়ে। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না। উন্নয়ন জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।”

বৃহস্পতিবার নিজের ভোট দেওয়ার পর শুভেন্দু আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন। মার্জিন কী বলা ঠিক হবে না। বাকিটা ভোটারদের ওপর ছেড়ে দিন। ২০০৯ সাল থেকে সাংসদ, জমি আন্দোলনে ছিলাম। সবার সঙ্গে ভাল সম্পর্ক আমার। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনত না। কংগ্রেস ভেঙে রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় ওঁকে সবাই চিনেছে।”