
নন্দীগ্রাম, ১ এপ্রিল : বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2021) শুরু হতেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় উত্তেজনা চোখে পড়তে শুরু করে। কর্মীদের মনোবল বাড়াতে নন্দীগ্রামের (Nandigram) বয়ালে আজ হাজিন হন তৃণমূল কংগ্রেস নেত্রী (TMC)। মমতাকে দেখেই 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন বিজেপির বেশ কিছু কর্মী, সমর্থক। যা দেখে উত্তেজনা ছড়াতে শুরু করে।
এমনকী, 'জয় শ্রীরাম' স্লোগানের পর বিজেপি-তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। তৃণমূলের কর্মীরা পালটা 'জয় বাংলা' স্লোগান দেওয়া শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে হাজির হয়ে যায় কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন : Bappi Lahiri : আইসিইউতে বাপ্পি লাহিড়ী, প্রার্থনায় গোটা দেশ
বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কেন সেখানে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন, তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি (BJP)।
#WATCH| Slogans were raised after West Bengal CM Mamata Banerjee arrived at the polling booth in Nandigram. pic.twitter.com/uhhSzfOknF
— ANI (@ANI) April 1, 2021
যদিও তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পর বয়ালে তাঁদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এরপরই ভোটকেন্দ্র থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চলাকালীন বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।