West Bengal Assembly Election 2021 :  নন্দীগ্রাম ছাড়া অন্য কোনও আসন থেকে লড়ছেন না মমতা, মোদীর দাবি খারিজ তৃণমূলের
মমতাকে নিয়ে মোদীর দাবি খারিজ তৃণমূলের (ছবি এএনআই)

কলকাতা, ১ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম  ছাড়া অন্য কোনও আসন থেকে আর লড়াই করছেন না।প্রধানমন্ত্রী মোদীর দাবি খারিজ করল তৃণমূল। পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্যায় খুব সহজেই নন্দীগ্রাম থেকে জয়ী হবেন বলেও দাবি করে তৃণমূল কংগ্রেস (TMC)।

দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2021) মাঝে বৃহস্পতিবার এ রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জয়নগরের পর উলুবেড়িয়াতেও জনসভা করেন মোদী (PM Modi)। উলুবেড়িয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন মোদী।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : নন্দীগ্রামের ছাড়া আর কোন আসন থেকে লড়বেন মমতা? প্রশ্ন মোদীর

উলুবেড়িয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামের (Nandigram) পাশাপাশি আর কোনও দ্বিতীয় কেন্দ্র থেকে লড়াই করছেন কি না, তা জানতে চান মোদী। নন্দীগ্রাম থেকে মমতা লড়াই করছেন কিন্তু সেখানকার মানুষ দিদিকে উত্তর দিয়েছেন। নন্দীগ্রামের পর অন্য কোনও কেন্দ্র থেকে যদি আপনি মনোনয়ন পত্র জমা দেন, তাহলে তার জবাব দিতেও বাংলার মানুষ তৈরি বলে মমতার বিরুদ্ধে আক্রমণ শানান মোদী।

প্রধানমন্ত্রী মোদীর ওই প্রশ্নের পর তা কার্যত খারিজ করে দেওয়া হয় জোড়াফুল শিবিরের তরফে।