West Bengal Weather Update: সপ্তাহান্তে বাড়বে গরম, বঙ্গে তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে
প্রতীকী ছবি(Photo Credit: Twitter)

কলকাতা, ২৪ এপ্রিল: করোনা সংক্রমণে দিশেহারা দেশ। মিলছে না ওষুধ, অক্সিজেন। হাসপাতালে বেড খালি নেই। তাতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সংক্রমণ বাড়ায় কমিশন জনসভায় নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Weather Update) থাকলেও তার ছিটেফোটা দেখা গেল না গতকাল। না কলকাতায় না জেলায়। কোতাও পড়ল না বৃষ্টি। বরং শনিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে বাড়বে গরম। রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আগামী এক প্তাহে বাড়বে গরম। কলকাতার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। আরও পড়ুন-Coronavirus Cases In India: গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রামিত ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন, করোনায় ত্রস্ত দেশ

বৃষ্টি হতে পারে পরের মঙ্গলবার নাগাদ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমবর্ধমান, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে। তীব্র দাবদাহের পর বুধবার সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল বাংলার (WB Assembly Elections 2021) বিভিন্ন এলাকা। বুধবার রাতেও কলকাতা ও তার আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল। যার জেরে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে বর্তমানে। আসলে পঞ্চম দফা ভোটের পর গরমের কিছুটা কমতি হয়েছে বঙ্গে।