Kolkata: এটিএম থেকে আপনা হতেই বেরিয়ে আসছে ২০০০ টাকার নোট!
এটিএম (File Photo)

কলকাতা, ২৫ জানুয়ারি: এটিএম (ATM) থেকে আপনা হতেই বেরিয়ে আসছে ২০০০ টাকার নোট (Rs 2000 note)। টাকা তুলতে এসে এমনই আজব ঘটনার সাক্ষী হলেন এক যুবতি। ঘটনাটি ঘটেছে সল্টলেকের (Salt lake) এসি ব্লকে। খবর পেয়ে বিধাননগর উত্তর (Bidhanagar North) থানার পুলিশ এসে উদ্ধার করে টাকা। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সল্টলেকের এসি ব্লকে কানাড়া ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টার রয়েছে। সেখানেই টাকা তুলতে এসেছিলেন ওই যুবতি। এসে দেখেন আজ কাণ্ড। তিনি দেখেন এটিএম থেকে ২০০০ টাকার নোট একের পর এক বেরিয়ে আসছে। এদৃশ্য দেখে বিধাননগর উত্তর থানায় ফোন করেন ওই যুবতি।

ফোন পেয়েই আর দেরি করেনি পুলিশ। তড়িঘড়ি পুলিশ পৌঁছোয় ওই এটিএম কাউন্টারে। দেখেন, সত্যিই তাই। পুলিশ তারপর উদ্ধার করে ২০০০ টাকার নোটগুলি। দেখা যায়, মোট ১০ হাজার টাকার নোট রয়েছে সেখানে। নোটগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত। আরও পড়ুন: Republic Day 2020: প্রজাতন্ত্র দিবসে রাজ্যজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, রেড রোডে মোতায়েন থাকবে ৪ হাজার পুলিশ

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যোগাযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে করা হচ্ছে। খতিয়ে দেখা হবে CCTV ফুটেজও। ওই যুবতি টাকা তুলতে আসার আগে আর কেউ টাকা তুলতে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, মেশিনের কোনও সমস্যার জেরে এঘটনা কি না, তাও খতিয়ে দেখা