State-Center Clash on Amphan Meeting: আমফান নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, রাজ্যকে না জানিয়ে রেসিডেন্ট কমিশনারকে ডাকায় ক্ষুব্ধ নবান্ন
নবান্ন (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা, ১৮ মে: আমফান নিয়ে বৈঠকে রাজ্যকে না ডাকিয়ে ডাকা হয়েছে রেসিডেন্ট কমিশনারকে (Resident Commisioner), তাতেই ক্ষুব্ধ নবান্ন। এমনিতেই লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল। এবার আমফান নিয়েও দ্বন্দ্ব। এদিকে ঘূর্ণিঝড় আমফানের গতি ও তীব্রতার যাচাই করে খড়্গপুর ও বিজয়ওয়াড়া রুটে সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে এই রুটে কোনও ট্রেন চলবে না।

এদিকে বিকেল ৪ টায় ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan) নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে বৈঠক (Meeting)। স্বরাষ্ট্রমন্ত্রী আধিকারিকদের সঙ্গে উপস্থিত থাকবে জাতীয় বিপর্যয় দল। বিকেল ৪-টের সময় শুরু হবে বৈঠক। ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে এই নিয়েই আলোচনা করা হবে। আরও পড়ুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি

শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে বেশ বিপজ্জনক অবস্থানে ঘূর্ণিঝড় আমফান (Amphan)। এর প্রভাবে ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে দেশের উপকূলবর্তী রাজ্য ওড়িশা। ভয়াবহতা এড়াতে রাজ্যে সমুদ্র লাগোয়া এলাকায় ১১ লক্ষ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। পশ্চিম মধ্যে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপর থেকে ১৩ কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঘূর্ণিঝড় আমফান। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। এই প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ধূলিসাৎ হবে মাটির বাড়ি, আংশিক ক্ষতিগ্রস্তের তালিকায় পড়তে চলেছে পাকাবাড়িও। ঝড়ের কবলে পড়ে বিদ্যুং বিপর্যয়ও অবশ্যম্ভাবী।