Banglar Yuva Shakti: 'বাংলার যুবশক্তি'তে নথিভুক্ত ৫ লাখ, ১০ পরিবারের দায়িত্ব নিয়ে যুবক-যুবতীদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের বার্তা অভিষেক ব্যানার্জির

আজ ফেসবুক লাইভে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি রাজ্যের প্রায় ৫ লাখ যুবক-যুবতী তৃণমূল যুবশক্তির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান। তাঁর কথায় "১১ জুন, ২০২০তে আমরা 'বাংলার যুব শক্তি' উদ্যোগটির সূচনা করেছিলাম যাতে পশ্চিমবঙ্গের ১ লক্ষ যুব যোদ্ধাদের সাথে হাত মিলিয়ে আমরা মানুষের সাহায্য করতে পারি।" তিনি জানান,"সব জায়গা থেকে মানুষ যুবশক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকে ৫ লক্ষেরও বেশি রেজিস্ট্রেশনের সাথে আমরা এই উদ্যোগের দ্বিতীয় পর্বে পা রাখছি। এই বার্তার মাধ্যমে আমি যুব যোদ্ধাদের বিপর্যস্ত মানুষের সহায়তা করতে, আগামী ১০০ দিনের পথ চলার পরিকল্পনায় তাঁদের দায়িত্ব সম্মন্ধে অবগত করছি।"

Close
Search

Banglar Yuva Shakti: 'বাংলার যুবশক্তি'তে নথিভুক্ত ৫ লাখ, ১০ পরিবারের দায়িত্ব নিয়ে যুবক-যুবতীদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের বার্তা অভিষেক ব্যানার্জির

আজ ফেসবুক লাইভে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি রাজ্যের প্রায় ৫ লাখ যুবক-যুবতী তৃণমূল যুবশক্তির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান। তাঁর কথায় "১১ জুন, ২০২০তে আমরা 'বাংলার যুব শক্তি' উদ্যোগটির সূচনা করেছিলাম যাতে পশ্চিমবঙ্গের ১ লক্ষ যুব যোদ্ধাদের সাথে হাত মিলিয়ে আমরা মানুষের সাহায্য করতে পারি।" তিনি জানান,"সব জায়গা থেকে মানুষ যুবশক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকে ৫ লক্ষেরও বেশি রেজিস্ট্রেশনের সাথে আমরা এই উদ্যোগের দ্বিতীয় পর্বে পা রাখছি। এই বার্তার মাধ্যমে আমি যুব যোদ্ধাদের বিপর্যস্ত মানুষের সহায়তা করতে, আগামী ১০০ দিনের পথ চলার পরিকল্পনায় তাঁদের দায়িত্ব সম্মন্ধে অবগত করছি।"

পশ্চিমবঙ্গ Madhurima Dev|
Banglar Yuva Shakti: 'বাংলার যুবশক্তি'তে নথিভুক্ত ৫ লাখ, ১০ পরিবারের দায়িত্ব নিয়ে যুবক-যুবতীদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের বার্তা অভিষেক ব্যানার্জির
অভিষেক ব্যানার্জি( Photo Credit-ANI Twitter)

কলকাতা, ১৮ জুলাই: আজ ফেসবুক লাইভে তৃণমূল যুব কংগ্রেসের (Youth TMC) সভাপতি অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) রাজ্যের প্রায় ৫ লাখ যুবক-যুবতী তৃণমূল যুবশক্তির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান। তাঁর কথায় "১১ জুন, ২০২০তে আমরা 'বাংলার যুব শক্তি' উদ্যোগটির সূচনা করেছিলাম যাতে পশ্চিমবঙ্গের ১ লক্ষ যুব যোদ্ধাদের সাথে হাত মিলিয়ে আমরা মানুষের সাহায্য করতে পারি।" তিনি জানান,"সব জায়গা থেকে মানুষ যুবশক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকে ৫ লক্ষেরও বেশি রেজিস্ট্রেশনের সাথে আমরা এই উদ্যোগের দ্বিতীয় পর্বে পা রাখছি। এই বার্তার মাধ্যমে আমি যুব যোদ্ধাদের বিপর্যস্ত মানুষের সহায়তা করতে, আগামী ১০০ দিনের পথ চলার পরিকল্পনায় তাঁদের দায়িত্ব সম্মন্ধে অবগত করছি।"

আসন্ন বিধানসভা ভোটের আগে যুব সম্প্রদায়কে কাজে লাগাতে 'দিদিকে বলো'-র পর আরেক কর্মসূচি 'বাংলার যুব শক্তি'। বাংলার ইতিহাস আউড়ে মনীষীদের দেখানো পথে বাংলার হয়ে লড়াই করার কথা জানিয়ে ফেসবুকে বার্তা দেন তিনি। যুব কর্মীদের উদ্দেশে সভাপতি বলেন, 'বহু মনীষী বাংলার মাটিতে জন্মেছেন। তাঁরা কিন্তু যুব সম্প্রদায়কেই দায়িত্ব নিতে বলেছিলেন। যুব সম্প্রদায়ই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।' এছাড়াও নাম না করেই বিজেপিকে লক্ষ্য করে বলেন, 'বাংলা কারোর কাছে মাথা নত করেনি। কোনও অশুভ শক্তিকে আমরা বাংলায় ঢুকতে দেব না।' পাশাপাশি ফ্রন্টলাইন কর্মীদের ধন্যবাদ জানান। আরও পড়ুন, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

সাড়ে ৫ লাখ যুবক-যুবতীদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের বার্তা দেন। যুব যোদ্ধাদের সমস্ত কাজে এগিয়ে আসার বার্তা দেন। আম্ফানে বিধ্বস্ত মানুষ থেকে করোনায় এলাকার মানুষের খেয়াল রাখার দায়িত্ব দেন। প্রত্যেকটি যুব যোদ্ধাদের এক একজনকে ১০ টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলেন তিনি। এই ১০ টি পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে অসুবিধা ও প্রতিকূলতার সম্মুখীন না হয় তা দেখার কথা বলেন। এই ১০ টি পরিবার স্বইচ্ছায় বেছে নেওয়ার কোথাও বলেন। করোনা বা যে কোনও সমস্যায় সেই পরিবারের পাশে দাঁড়াতে বলেন। বাংলায় যুব যোদ্ধাদের কাজ কী হবে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেন তিনি। যার দায়িত্বভার নিলেন অভিষেক ব্যানার্জি।

TMC: দিল্লিতে আটক তৃণমূলের প্রতিনিধি দল, রাতেই রাজ্যপালের সঙ্গে বৈঠক অভিষেকের
পশ্চিমবঙ্গ

TMC: দিল্লিতে আটক তৃণমূলের প্রতিনিধি দল, রাতেই রাজ্যপালের সঙ্গে বৈঠক অভিষেকের

দের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের বার্তা অভিষেক ব্যানার্জির',560,360,'issocial','https://bangla.latestly.com/west-bengal/over-5-lakh-has-joined-youth-tmc-banglar-yuva-shakti-says-president-abhishek-banerjee-47648.html');return false;" href="https://facebook.com/sharer.php?u=https://bangla.latestly.com/west-bengal/over-5-lakh-has-joined-youth-tmc-banglar-yuva-shakti-says-president-abhishek-banerjee-47648.html" title="Share on Facebook">
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change