Mamata Banerjee Slams Centre On Delhi Violence: দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা-করোনা করা হচ্ছে', ফের কেন্দ্রীয় সরকারকে তোপ মমতা ব্যানার্জির
মমতা ব্যানার্জি (Photo Credit: Facebook)

বুনিয়াদপুর, ৪ মার্চ: "দিল্লিতে যাদের মৃত্যু হয়েছে, তাদের কারোর করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। কারোর ডেঙ্গিতেও (dengue) মৃত্যু হয়নি। দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা-করোনা করা হচ্ছে।" কালিয়াগঞ্জের পর বুনিয়াদপুরের সভা থেকেও দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, মমতা আরও বলেন, "দিল্লিতে মৃতদেহের পাহাড় পাওয়া যাচ্ছে। এখনও ৭০০ মানুষ নিখোঁজ। অনেক মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না।" দিল্লি হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা হিন্দু না মুসলিম, এদিন কেন্দ্রের কাছে সেই জবাব তলব করেন মুখ্যমন্ত্রী। বলেন, "যারা মারা গিয়েছে, তারা হিন্দু না মুসলিম, জবাব দিতে হবে ওদেরকে।" দিল্লির মতো ছোটো জায়গায় যারা আইন-শৃঙ্খলা সামলাতে পারেন না, তাদের বাংলা নিয়ে কথা বলা সাজে না বলেও কটাক্ষ করেন মমতা ব্যানার্জি।

বুনিয়াদপুরের সভামঞ্চ থেকে করোনাভাইরাস নিয়ে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। অযথা আতঙ্ক ছড়াতে নিষেধ করেন। করোনা আতঙ্ক শুধুমাত্র বিজেপি সরকারের নজর ঘোরানোর চেষ্টা বলে তোপ দাগেন তিনি। একইসঙ্গে দ্রুত যাতে এই ভাইরাসের কোনও প্রতিষেধক যাতে বের হয়, সেই আশাপ্রকাশ করেন। আরও পড়ুন: Coronavirus Spreads in India: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁল ২৫, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

এবার আর হোলির অনুষ্ঠানে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আজ সকালে এক টুইটে মোদি লেখেন, করোনাভাইরাসের (Coronavirus Scare) প্রাদুর্ভাব ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য জন সমাগম কমাতে তিনি হোলি মিলান কর্মসূচিতে অংশ নেবেন না। মোদি টুইটে লেখেন, "বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে জন সমাগম হ্রাস করার পরামর্শ দিয়েছেন। তাই, এই বছর আমি কোনও হোলি মিলান (Holi Milan 2020) অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" একই কারণে হোলি মিলান অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।