Derek O'Brien to EC: নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগে কমিশনে চিঠি ডেরেক ও'ব্রায়েনের
তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। (Photo Credits: ANI/File)

কলকতা, ১ এপ্রিল: চলছে দ্বিতীয় দফার ভোট। সকাল থেকেই একাধিক বিক্ষোভের ছবি ধরা পড়েছে নির্বাচনী কেন্দ্রগুলিতে। একাধিক অশান্তির মধ্যে নন্দীগ্রামে (Nandigram) বিজেপি বুথ দখল করছে বলে অভিযোগ এনে নির্বাচন কমিশনে চিঠি দেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন (Derek O'Brien)। নন্দীগ্রামে ১২ টি বুথ বিজেপি দখল করেছে বলে অভিযোগ জানান তিনি। তাঁর দাবি বিজেপি প্রচুর লোক এনে ইভিএম থেকে বুথ দখল করেছে। বুথ নম্বর ৬,৭,৪৯,২৭,১৬২,২১,২৬,১৩,২৬২,২৫৬,১৬৩,২০ বিজেপির দখলে চলে গিয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি পর্যবেক্ষণের কথা জানান।

এদিকে আজ সংবাদমাধ্যমের ওপর হামলা থেকে বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। নন্দীগ্রামে রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ। কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা। সবমিলিয়ে অভিযোগের তির তৃণমূলের দিকে। আরও পড়ুন, ‘লড়াই যত কঠিন হবে, জিতে তত বেশি মজা’, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের মধ্যেই সায়ন্তিকার মন্তব্য

আজ সকাল ১১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৭.৪২ শতাংশ, জানাল নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুরে ভোটদানের হার ৪১। বাঁকুড়ায় ভোটদানের হার ৩৭। পূর্ব মেদিনীপুরে ভোটদানের হার ৩৮। দক্ষিণ ২৪ পরগনা ২৭। নন্দীগ্রামে ভোট পড়েছে ৩৪ শতাংশ। সকাল থেকে বোমাবাজি, বিওজেপি কর্মী খুন, পাথরপ্রতিমায় ভোটের ডিউটি করতে আসা পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার থেকে নন্দীগ্রামে বিজেপি কর্মী উদয় দুবের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর এসেছে।